বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা ভাইরাসে আরো ৩১ লাখ মানুষের শরীরে শনাক্ত হয়েছে। আর এ সময় পর্যন্ত প্রায় হাজার মানুষের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে। বুধবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে ভাইরাসটিতে ৫৫ লাখ ২১ হাজার ৪২৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিন একই সময়ে মৃত্যু হয়েছিল ৫৫ লাখ ১২ হাজার ৪৬৬ জন। এহিসেবে একদিনে মৃত্যু হয়েছে আট হাজার ৯৬৩ জন।
আজ সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ততা দাঁড়িয়েছে ৩১ কোটি ৪১ লাখ ৩০ হাজার ৫২০ জন। আগের দিন একই সময় পর্যন্ত শনাক্ত ছিল ৩১ কোটি ১০ লাখ ৬০ হাজার ৬৬১ জন। অর্থাৎ ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে ৩০ লাখ ৬৯ হাজার ৮৫৯ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৬ কোটি ১৬ লাখ ৮৪ হাজার ৬৭৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৬ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ৮৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৬৩ হাজার ৮৯৬ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫১০ জনের। মারা গেছেন ৪ লাখ ৮৪ হাজার ৬৫৫ জন। আর ব্রাজিলে ২ কোটি ২৬ লাখ ৩০ হাজার ১৪২ জনের। মারা গেছেন ৬ লাখ ২০ হাজার ২৮১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/১২ জানুয়ারি, ২০২২/কমা