বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা ভাইরাসে আরো ৩৪ লাখ মানুষের শরীরে শনাক্ত হয়েছে। আর এ সময় পর্যন্ত ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে ভাইরাসটিতে ৫৫ লাখ ৩০ হাজার ৬৫৭ জনের মৃত্যু হয়েছে। আগের দিন একই সময়ে মৃত্যু হয়েছিল ৫৫ লাখ ২১ হাজার ৪২৯ জনের। এহিসেবে একদিনে মৃত্যু হয়েছে ৯ হাজার ২২৮ জনের।
আজ সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ততা দাঁড়িয়েছে ৩১ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৪০৬ জন। আগের দিন একই সময় পর্যন্ত শনাক্ত ছিল ৩১ কোটি ৪১ লাখ ৩০ হাজার ৫২০ জন। অর্থাৎ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩৪ লাখ ৪২ হাজার ৮৮৬ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৬ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৪৭৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৬ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৬৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৬৬ হাজার ৮৮২ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৯২৭ জনের। মারা গেছেন ৪ লাখ ৮৫ হাজার ৩৫ জন। আর ব্রাজিলে ২ কোটি ২৭ লাখ ১৮ হাজার ৬০৬ জনের। মারা গেছেন ৬ লাখ ২০ হাজার ৪১৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/১৩ জানুয়ারি, ২০২২/কমা