1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
ডমিঙ্গোতেই আস্থা বিসিবির
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন

ডমিঙ্গোতেই আস্থা বিসিবির

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
print sharing button

স্পোর্টস ডেস্ক: নিউ জিল্যান্ডে টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজ ড্র করেছে বাংলাদেশ। দেশের ক্রিকেটের ইতিহাসে এটি অনন্য এক অর্জন। সেই অর্জন ছাপিয়ে আলোচনায় এখন কোচিং প্যানেল। চুক্তি বাড়াতে চান না বোলিং কোচ ওটিস গিবসন, আর প্রধান কোচ রাসেল ডমিঙ্গো থাকছেন কি না, এই আলোচনায় দেশের ক্রিকেট সরব বেশ কিছু দিন ধরেই।

তবে ডমিঙ্গোর জায়গায় সহসাই কেউ আসছেন না। এই দক্ষিণ আফ্রিকান কোচ থাকছেন সাকিব-তামিমদের গুরু হয়ে। সিলেটে ইন্ডিপেন্ডেন্স কাপের খেলা দেখতে এসে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে জালাল বলেন, ‘কয়েকদিন আগে সভাপতিও বলেছেন, সামনে যেহেতু আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে একটা চুক্তির আওতায় এনেছি, আমরা তাকে নিয়েই চালিয়ে যাব।’
আপাতত এক মাস কোনো আন্তর্জাতিক খেলা নেই। চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। তাই নিউ জিল্যান্ড থেকে ছুটিতে যাচ্ছেন কোচিং স্টাফের সদস্যরা।

ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবে আফগানিস্তান। তারপর দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ। এমন ব্যস্ত সূচির মধ্যে দ্রুত কোচ পরিবর্তন সম্ভব না বলে মনে করেন জালাল। এ ছাড়া ফেব্রুয়ারির শুরুতে জেমি সিডন্সের যোগ দেওয়ার কথা রয়েছে। গত বছর ডিসেম্বরের শেষে তাকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি। ক্রিকেট বোর্ড চায় পুরো কোচিং প্যানেল ঢালাওভাবে সাজাতে।

বিজনেস আওয়ার/১৩ জানুয়ারি, ২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ