1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
দ্বিতীয় দিনেই ইস্যু মূল্যের নিচে বেক্সিমকোর সুকুক
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন

দ্বিতীয় দিনেই ইস্যু মূল্যের নিচে বেক্সিমকোর সুকুক

  • পোস্ট হয়েছে : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : বেক্সিমকো গ্রীন সুকুক বন্ডটি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষ আশাবাদি হলেও বিনিয়োগকারীদের মধ্যে তার প্রতিফলন নেই। যে কারন লেনদেনের দ্বিতীয় দিনেই (১৬ জানুয়ারি) ইস্যু মূল্যের নিচে নেমে এসেছে বন্ডটি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছ।

বেক্সিমকোর ১০০ টাকা ইস্যু মূল্যের বন্ডটি ১ম দিন ১১০ টাকায় লেনদেন শুরু হয়। যে বন্ডটি ওইদিন লেনদেন শেষে ছিল ১০১ টাকা।

তবে দ্বিতীয় দিন এসে বন্ডটি ইস্যু মূল্যের নিচে বা ৯৫ টাকায় নেমে এসেছে। অর্থাৎ ইস্যু মূল্যের থেকে ৫% নিচে বন্ডটি অবস্থান করছে। যে বন্ডটি থেকে বছরে পাওয়া যাবে ৯% বা ৯ টাকা।

বন্ডটি দ্বিতীয় দিনেই ইস্যু মূল্যের নিচে নেমে আসলেও কোম্পানি কর্তৃপক্ষ খুবই আশাবাদি।

এ বিষয়ে লেনদেনের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান সালমান ফজলুর রহমান বলেন, এফডিআর এর সুদ হার এখন ৬% এর নিচে। তবে আমাদের সুকুক বন্ড থেকে ৯% হারে দেওয়া হবে। এ কারনে বন্ডটি নিয়ে খুবই আশাবাদি ছিলাম। কিন্তু পাবলিকদের কাছ থেকে সেভাবে সাড়া পাইনি। তবে প্রাতিষ্ঠানিকদের অংশগ্রহন ভালো ছিল। পাবলিকদের সাড়া না পাওয়ার পেছনে সুকুক বন্ডটির বিষয়ে ভালোভাবে তুলে ধরতে না পারা কারন হিসেবে কাজ করেছে বলে আমার মনে হয়। তবে এফডিআরওয়ালাদের জন্য সুকুক বন্ডটি খুবই আকর্ষনীয় বলে জানান তিনি।

বিজনেস আওয়ার/১৬ জানুয়ারি, ২০২২/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ