বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বায়োবাবলে যাওয়ার আগে বাধ্যতামূলক করোনা টেস্টে কয়েকজন ক্রিকেটার ও স্টাফের পজিটিভ আসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে।
২১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ক্রিকেট লিগের। এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৬টি দল। তবে এখন পর্যন্ত দলগুলো বায়োবাবলে প্রবেশ করেনি। মঙ্গলবার (১৮ জানুয়ারি) থেকে ধাপে ধাপে টিমগুলোর বায়োবাবলে প্রবেশের কথা রয়েছে। কিন্তু এর আগেই করোনা টেস্টে কয়েক জনের করোনা পজিটিভ আসে।
মেডিক্যাল বিভাগ থেকে বলা হয়, ‘আমরা ইতিমধ্যে ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সবার করোনা টেস্ট শুরু করেছি। এখনো পুরোপুরি হয়নি। একটি ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ছাড়া সবার টেস্ট করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের পজিটিভ আসে। আমরা এখনো নাম এবং কতজন আক্রান্ত সেটি বলতে পারছি না।’
বিজনেস আওয়ার/১৮ জানুয়ারি, ২০২২/কমা