বিজনেস আওয়ার প্রতিবেদক : পুলিশ জানিয়েছে, চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে তার স্বামী নোবেল পারিবারিক কলহ ও দাম্পত্যের জেরে হত্যা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নোবেল বিষয়টি স্বীকার করেছেন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
এর আগে সোমবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকার কেরাণীগঞ্জ থেকে শিমুর স্বামী শাখাওয়াত আলী নোবেল এবং তার বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করা হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী শাখাওয়াত আলী নোবেলের গাড়িটিও জব্দ করা হয়। গাড়িতে রক্তের আলামত ছিল বলে সাংবাদিকদের জানিয়েছেন নিহত অভিনেত্রী শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন।
এর আগে সোমবার রাত ১০টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
বিজনেস আওয়ার/১৮ জানুয়ারি, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: