বিনোদন ডেস্ক: গতকাল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজ এফডিসিতে এক বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে তার কান্না করার বিষয়টিকে হাস্যকরভাবে নিয়েছে বেশিরভাগ মানুষ। অনেকেই রিয়াজের কান্নাকে ‘নাটক’বলে তাচ্ছিল্য করেছেন।
বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন রিয়াজ নিজেই। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘আমরা শিল্পী। তবে একজন মানুষের মধ্যে সহজাত যে আবেগ থাকে, সেটা আমাদের মাঝেও আছে। আমার মা যখন মারা গিয়েছিলেন, আমি যখন কাঁদছিলাম, অনেকের কাছেই তখন মনে হয়েছিল এটা হয়ত একধরণের অভিনয়। এটা আমি ফেইস করেছি বিগত দিনে। এটা শিল্পীদের একটি চিরায়ত ব্যাপার।’
এফডিসিতে কান্নার বিষয়ে রিয়াজ বলেন, ‘একজন সত্তরোর্ধ এক বৃদ্ধ, ষাটোর্ধ নারী, যাদের সদস্যপদ বাতিল হয়েছিল। তারা আমাদের সঙ্গে গতকাল নাচছিল। তাদের সদস্যপদ বাতিলের বিষয়টি জেনে সহজাতভাবেই আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।
সেই আবেগকে নিয়ে যারা ট্রল করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। আপনারা এভাবেই ট্রল করতে থাকেন। তাতে আমাদের কিছু যাবে-আসবে না। কারণ আমি জানি আমি কী, আমার সৃষ্টিকর্তা জানেন আমি কী, শিল্পীরা জানেন আমরা কী।’
শেষে ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘কোনো কিছু অন্যভাবে নেওয়ার আগে, কিছু বলার আগে ভাবা উচিৎ, আমরাও মানুষ। আমাদেরও হাসি-কান্না আছে। আমরা চেষ্টা করি আবেগকে দমিয়ে রাখতে। কিন্তু অনেক সময় দীর্ঘদিনের দমিয়ে রাখা আবেগের বহিঃপ্রকাশ হয়ে যেতেই পারে। একজন বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে কেঁদে আমি যদি ভুল করে থাকি, আপনারা আমাকে ক্ষমা করবেন।’
প্রসঙ্গত, সোমবার (১৭ জানুয়ারি) এফডিসিতে নির্বাচনী প্রচারণার সময় শিল্পী সমিতি থেকে বাদ পড়া শিল্পীদের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন রিয়াজ। এক বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সমালোচনার সূত্রপাত।
বিজনেস আওয়ার/১৮ জানুয়ারি, ২০২২/এএইচ