বিজনেস আওয়ার প্রতিবেদক : রেকর্ড ডেট সংক্রান্ত কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েলের শেয়ার লেনদেন বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত কারণে ২০ জানুয়ারি কোম্পানিটির রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
আর রেকর্ড ডেটের পর রবিবার (২৩ জানুয়ারি) কোম্পানিটি আবার লেনদেনে ফিরবে।
এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করে কোম্পানিটি। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বিজনেস আওয়ার/১৯ জানুয়ারি, ২০২২/পিএস