বিজনেস আওয়ার প্রতিবেদক : জিজ্ঞাসাবাদ শেষে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিমকে নিয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ফ্লাটে অভিযান চালানো হচ্ছে। বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এই অভিযান শুরু করে র্যাব।
সূত্র জানায়, সাহেদকে নিয়ে দুপুর ১২টার দিকে ওই ভবনের ভেতরে প্রবেশ করে। তখন তিনি বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরা ছিলেন। এর আগে ১২ টা ১৫ মিনিটে ওই ভবনে র্যাবের নির্বাহী মেজিস্ট্রেট সারোয়ার আলম প্রবেশ করেন। ভবনটি সকাল থেকে ঘিরে রাখে র্যাব।
ভবনের নিচে অবস্থান করা র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ সাংবাদিকদের বলেন, আমরা একটা তথ্যের ভিত্তিতে এখানে (উত্তরা) এসেছি, তথ্য যাচাই করে বিস্তারিত বলতে পারব। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি। প্রক্রিয়া শেষ হলে আপনাদের জানানো হবে।
এর আগে আজ ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের পাশে নর্দমার মধ্যে থেকে বোরকা পরা অবস্থায় তাকে গ্রেফতার করে র্যাব। পরে সকাল ৯টার দিকে হেলকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হয়। তারপর পৌনে ১০টার দিকে তাকে র্যাবের সদর দফতরে নিয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাবাদ করা হয়।
বিজনেস আওয়ার/১৫ জুলাই, ২০২০/এ