বিজনেস আওয়ার প্রতিবেদক: করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ ছয় দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। কিন্তু এই বিধিনিষেধের মধ্যেও বাণিজ্য মেলা, বইমেলা এবং বিপিএল খেলা চলবে। খোলা থাকবে হকার্স মার্কেট, সুপার মার্কেট, ফুটপাতের দোকান, শপিংমল ও গার্মেন্টস। তাই জনমনে প্রশ্ন উঠেছে, এই বিধিনিষেধ কতটুকু কার্যকর হবে। এদিকে শুধুমাত্র সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করে সংক্রমণ রোধ করা যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন, করোনা সংক্রমণ রোধে আগে হটস্পটগুলো চিহ্নিত করতে হবে। কিন্তু সেটা না করেই সরকার শুধুমাত্র কিছু ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে। আর বিধিনিষেধ জারি করলেও হকার্স মার্কেট, সুপার মার্কেট, ফুটপাতের দোকান, শপিংমল ও গার্মেন্টসগুলোকে সুস্পষ্ট করে কোনো নির্দেশনা দেয়া হয়নি।
করোনা সংক্রমণ ঠেকাতে নতুন ছয় দফা বিধিনিষেধ সম্বলিত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিধি-নিষেধে বলা হয়েছে- ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং স্কুল-কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে, যে কোনো সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠানে একশো জনের বেশি জনসমাগম করা যাবে না।
এর আগে করোনার হার বাড়তে থাকায় সংক্রমণের রোধে গত ১০ জানুয়ারি ১১ দফা বিধিনিষেধ জারি করেছিলো সরকার।
বিজনেস আওয়ার/২২ জানুয়ারি, ২০২২/এএইচ