ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা

  • পোস্ট হয়েছে : ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
  • 42

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক জায়েদ খানকেঅবাঞ্ছিত ঘোষণা করেছেন চলচ্চিত্রের স্বার্থ সংশ্লিষ্ট ১৮টি সংগঠন। সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। বুধবার (১৫ জুলাই) দুপুরে এফডিসির জহির রায়হান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। ১৮ টি সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানান পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

লিখিত বক্তব্যে বলা হয়, চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত নীতিমালা কমিটি’ প্রণীত নীতিমালার সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন জায়েদ খান। জায়েদের কারণেই শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটি এ নীতিমালা মেনে নিতে পারছে না। এছাড়া জায়েদ বিভিন্ন শিল্পী-কুশলীকে নানাভাবে হয়রানি ও মিথ্যা মামলা দিয়েছেন এবং নানাভাবে ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছেন।

২০১৯ সালের ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসের ছয় লাখ টাকা খরচের হিসাব দেননি জায়েদ। এমনকি জাতীয় কমিটির অর্থ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান আবদুল লতিফ বাচ্চু বারবার চিঠি দিলেও তিনি সভায় উপস্থিত হননি এবং হিসাবও দেননি। তাই মঙ্গলবার (১৪ জুলাই) থেকে জায়েদ খানকে চলচ্চিত্র সংশ্লিষ্ট কর্মকান্ডে অনির্দিষ্টকালের জন্য বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

এছাড়া সভায় আরও বলায় হয়, নিষিদ্ধ শিল্প-কুশলীদের নিয়ে কোন প্রযোজক-পরিচালক কাজ করলে তাকেও সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক বহিষ্কার করা হবে’। এর আগে সোমবার (১৩ জুলাই) জায়েদ খানকে চলচ্চিত্রের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার জন্য এর কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি।

বিজনেস আওয়ার/১৫ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা

পোস্ট হয়েছে : ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক জায়েদ খানকেঅবাঞ্ছিত ঘোষণা করেছেন চলচ্চিত্রের স্বার্থ সংশ্লিষ্ট ১৮টি সংগঠন। সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। বুধবার (১৫ জুলাই) দুপুরে এফডিসির জহির রায়হান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। ১৮ টি সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানান পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

লিখিত বক্তব্যে বলা হয়, চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত নীতিমালা কমিটি’ প্রণীত নীতিমালার সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন জায়েদ খান। জায়েদের কারণেই শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটি এ নীতিমালা মেনে নিতে পারছে না। এছাড়া জায়েদ বিভিন্ন শিল্পী-কুশলীকে নানাভাবে হয়রানি ও মিথ্যা মামলা দিয়েছেন এবং নানাভাবে ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছেন।

২০১৯ সালের ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসের ছয় লাখ টাকা খরচের হিসাব দেননি জায়েদ। এমনকি জাতীয় কমিটির অর্থ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান আবদুল লতিফ বাচ্চু বারবার চিঠি দিলেও তিনি সভায় উপস্থিত হননি এবং হিসাবও দেননি। তাই মঙ্গলবার (১৪ জুলাই) থেকে জায়েদ খানকে চলচ্চিত্র সংশ্লিষ্ট কর্মকান্ডে অনির্দিষ্টকালের জন্য বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

এছাড়া সভায় আরও বলায় হয়, নিষিদ্ধ শিল্প-কুশলীদের নিয়ে কোন প্রযোজক-পরিচালক কাজ করলে তাকেও সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক বহিষ্কার করা হবে’। এর আগে সোমবার (১৩ জুলাই) জায়েদ খানকে চলচ্চিত্রের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার জন্য এর কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি।

বিজনেস আওয়ার/১৫ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: