বিজনেস আওয়ার প্রতিবেদক: ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধ করে বেড়ানো গোষ্ঠীগুলোর অপরাধ বন্ধে এবার নতুন প্রযুক্তি যুক্ত করা হচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেটে।
ডিবি পুলিশের জ্যাকেটে যুক্ত করা হচ্ছে আধুনিক প্রযুক্তিসম্পন্ন কুইক রেসপন্স কোড বা কিউআর কোড। যার মাধ্যমে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দানকারী ব্যক্তিকে সহজে শনাক্ত করা যাবে।
এ বিষয়ে মঙ্গলবার (২৫ জানুয়ারি) ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের বলেন, কেউ যেন ভুয়া ডিবি পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সেজন্য নতুন পোশাক তৈরি হচ্ছে। কিউআর কোড ছাড়াও পোশাকে এমন কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা থাকছে, এতে করে সহজে জালিয়াতি করা সম্ভব হবে না।
জানা গেছে, ডিবির সব কর্মকর্তাদের তথ্য আগে থেকেই তাদের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকবে। মোবাইল অ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় চলে আসবে। আর যদি কোনো ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয় তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে একটি বার্তা দেখা যাবে।
বিজনেস আওয়ার/২৫ জানুয়ারি/২০২২