বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর মগবাজার মোড়ে বেপরোয়া বাস চালানোর ফলে দুই বাসের চাপায় এক কিশোরের নির্মম মৃত্যুর ঘটনায় বাসচালক মো. মনির হোসেন (২৭) এবং মো. ইমরানকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, মনির বাসের ড্রাইভার নয়, প্রায় এক মাস আগে থেকে আজমেরী গ্লোরী গাড়ির চালকের সঙ্গে ঐ গাড়িতে দৈনিক মজুরিতে হেলপারি শুরু করে তিনি। তবে মাঝে মধ্যে বাসও চালাতো।
এদিকে ঘটনার দিন চালক গুলিস্তানে এসে গাড়িটি হেলপার মনির হোসেন এর দায়িত্বে দিয়ে যায় এবং মনির গাড়ি চালিয়ে মগবাজার মোড়ে নিয়ে আসে। মগবাজার মোড়ের সিগন্যাল ছেড়ে দেয়ায় দ্রুত গাড়ি দুইটি পরবর্তী স্টপেজে যেতে প্রতিযোগিতা শুরু করে। কারণ আগে যে পৌঁছাতে পারবে সেই অপেক্ষারত বেশি সংখ্যক যাত্রীদের বাসে নিতে পারবে।
অসুস্থ এই প্রতিযোগিতার মধ্য দিয়ে এক গাড়ি অপর গাড়িকে ওভারটেক করার সমেই বাস চাপায় ওই কিশোরের মৃত্যু হয়।
গ্রেপ্তার মনিরকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে খন্দকার আল মঈন জানান, প্রায় এক মাস আগে থেকে আজমেরী গ্লোরী গাড়ির চালকের সঙ্গে ঐ গাড়িতে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা মজুরিতে হেলপারি শুরু করে। তবে মাঝে মধ্যে বাস চালাতো বলেও জানায় মনির।
বিজনেস আওয়ার/২৬ জানুয়ারি, ২০২২/এএইচ