ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শাবি শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর

  • পোস্ট হয়েছে : ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • 63

বিজনেস আওয়ার প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সব দাবি-দাওয়া মেনে নেয়া হবে।

বুধবার রাজধানীর হেয়ার রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুলিশি অ্যাকশন হয়েছে, এটি দুঃখজনক। অনেক শিক্ষার্থী আহত হয়েছে। যে কারণে তারা আন্দোলন করেছে, সেই সকল দাবির পক্ষে আমরাও। আমরা সমস্যার সমাধান করবো।

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি আমার আস্থা আছে। আমি মনে করি, আমার প্রতিও তাদের আস্থা রয়েছে।

শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নেবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। আমরণ অনশনও চালিয়ে আসছিলেন তারা। তবে বুধবার সকালে শাবিপ্রবির সাবেক শিক্ষক ড. জাফর ইকবালের অনুরোধে তারা অনশন ভাঙেন। তবে আন্দোলন অব্যাহত রাখার কথা জানান শিক্ষার্থীরা।

বিজনেস আওয়ার/২৬ জানুয়ারি, ২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শাবি শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর

পোস্ট হয়েছে : ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সব দাবি-দাওয়া মেনে নেয়া হবে।

বুধবার রাজধানীর হেয়ার রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুলিশি অ্যাকশন হয়েছে, এটি দুঃখজনক। অনেক শিক্ষার্থী আহত হয়েছে। যে কারণে তারা আন্দোলন করেছে, সেই সকল দাবির পক্ষে আমরাও। আমরা সমস্যার সমাধান করবো।

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি আমার আস্থা আছে। আমি মনে করি, আমার প্রতিও তাদের আস্থা রয়েছে।

শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নেবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। আমরণ অনশনও চালিয়ে আসছিলেন তারা। তবে বুধবার সকালে শাবিপ্রবির সাবেক শিক্ষক ড. জাফর ইকবালের অনুরোধে তারা অনশন ভাঙেন। তবে আন্দোলন অব্যাহত রাখার কথা জানান শিক্ষার্থীরা।

বিজনেস আওয়ার/২৬ জানুয়ারি, ২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: