বিজনেস আওয়ার প্রতিবেদক : মাত্র ২২ দিনে গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যুর কারণ অনুষন্ধানে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
বুধবার (২৬ জনুয়ারি) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে আহ্বায়ক এবং পরিবেশ-২ শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মনিরুল হাসান খান, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন, ঢাকা-এর বন সংরক্ষক এবং কেন্দ্রীয় পশু হাসপাতালের সাবেক চিফ ভেটেরিনারি অফিসার ডা. এ বি এম শহীদুল্লাহ।
তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে জেব্রাগুলোর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পার্কে ৯ জেব্রার মৃত্যু হয়। বঙ্গবন্ধু সাফারি পার্কে ৩১টি জেব্রা ছিল। ৯ জেব্রার মৃত্যুর পর এ সংখ্যা দাঁড়িয়েছে ২২-এ।
বিজনেস আওয়ার/২৭ জানুয়ারি, ২০২২/কমা