ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আইন করেও আ’লীগের শেষ রক্ষা হবে না: মির্জা ফখরুল

  • পোস্ট হয়েছে : ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • 59

বিজনেস আওয়ার প্রতিবেদক: নির্বাচন কমিশন আইন করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ‘বাকশাল: গণতন্ত্র হত্যার কালো দিবস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সেদিনও বাকশাল করেছিল নিজেদের বাঁচানোর আশায়, আজকেও তারা একটা নির্বাচন কমিশন আইন তৈরি করল। তারা ভাবছে তারা বেঁচে যাবে এই আইন পাস করে। কিন্তু তারা ভুলে গেল, বাকশাল করেও শেষ রক্ষা হয়নি। ঠিক একইভাবে এই আইন করেও তাঁদের শেষ রক্ষা হবে না।’

বর্তমান সংসদের এই আইন পাস করার এখতিয়ার নেই এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এই সংসদ জনগণের দ্বারা কোনো নির্বাচিত সংসদ নয়। সুতরাং এই আইন শুধু আমাদের কাছে নয়, সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আর যে আইন মানুষ গ্রহণ করে না, এটা কোনো আইনই নয়। সেটাকে কেউ মানবে না। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এই আইন আমরা মানি না। এই হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনের প্রশ্নই উঠতে পারে না। আমরা আরেকবার বাকশালে ঢুকতে চাই না। আমরা বলেছি যে অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। তারা সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করবে। সেই সরকারের অধীনেই নির্বাচন হবে।’

বিজনেস আওয়ার/২৭ জানুয়ারি/২০২২

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আইন করেও আ’লীগের শেষ রক্ষা হবে না: মির্জা ফখরুল

পোস্ট হয়েছে : ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: নির্বাচন কমিশন আইন করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ‘বাকশাল: গণতন্ত্র হত্যার কালো দিবস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সেদিনও বাকশাল করেছিল নিজেদের বাঁচানোর আশায়, আজকেও তারা একটা নির্বাচন কমিশন আইন তৈরি করল। তারা ভাবছে তারা বেঁচে যাবে এই আইন পাস করে। কিন্তু তারা ভুলে গেল, বাকশাল করেও শেষ রক্ষা হয়নি। ঠিক একইভাবে এই আইন করেও তাঁদের শেষ রক্ষা হবে না।’

বর্তমান সংসদের এই আইন পাস করার এখতিয়ার নেই এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এই সংসদ জনগণের দ্বারা কোনো নির্বাচিত সংসদ নয়। সুতরাং এই আইন শুধু আমাদের কাছে নয়, সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আর যে আইন মানুষ গ্রহণ করে না, এটা কোনো আইনই নয়। সেটাকে কেউ মানবে না। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এই আইন আমরা মানি না। এই হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনের প্রশ্নই উঠতে পারে না। আমরা আরেকবার বাকশালে ঢুকতে চাই না। আমরা বলেছি যে অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। তারা সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করবে। সেই সরকারের অধীনেই নির্বাচন হবে।’

বিজনেস আওয়ার/২৭ জানুয়ারি/২০২২

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: