বিজনেস আওয়ার প্রতিবেদক: নির্বাচন কমিশন গঠনসহ এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এসব কথা জানান রাষ্ট্রদূত হোয়াইটলি।
রাষ্ট্রদূত বলেন, নির্বাচন সব সময় আগ্রহের একটা জায়গা। বাংলাদেশ সরকার ও অন্যদের সঙ্গে ইইউর গভীর সম্পর্ক রয়েছে। পরবর্তী নির্বাচন কমিশন গঠনসহ এ প্রক্রিয়ার সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সরকারের পদক্ষেপ আমরা পর্যবেক্ষণ করছি। সারা বিশ্বে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ করে থাকে। আমরা বাংলাদেশের সংসদ নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারবো বলে আমি মনে করি।
সম্প্রতি ঢাকা থেকে বিদায় নেয়া মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাক্ষাতে গেলে মন্ত্রী জানান, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন বিদেশি পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত থাকবে। ড. মোমেনের এমন বক্তব্যকে স্বাগত জানান ইইউর রাষ্ট্রদূত।
হোয়াইটলি বলেন, নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। তিনি বলেছিলেন, নির্বাচন বিদেশি পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত থাকবে। সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিজনেস আওয়ার/২৭ জানুয়ারি,২০২২/এএইচ