ঢাকা , রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মুনাফা সর্বোচ্চ বেড়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের, কমেছে জাহিন স্পিনিংয়ের

  • পোস্ট হয়েছে : ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • 6

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২১) সবচেয়ে বেশি হারে মুনাফা বেড়েছে শেয়ার ব্যবসায় জড়িয়ে পড়া আনোয়ার গ্যালভানাইজিংয়ের। যে গ্রুপের অনেকেই শেয়ারবাজারে সক্রিয় এবং গেম্বলিংয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে। একইসময়ে মুনাফায় সবচেয়ে পতন হয়েছে জাহিন স্পিনিংয়ের।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রবিবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ৬২টি কোম্পানির আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

কোম্পানিগুলোর মধ্যে ৩৬টি কোম্পানির ব্যবসায় আগের অর্থবছরের প্রথমার্ধের তুলনায় চলতি অর্থবছরের প্রথমার্ধে উন্নতি হয়েছে। আর ২৫টি কোম্পানির পতন হয়েছে এবং ১টির অবস্থান আগের মতোই রয়েছে। এই কোম্পানিগুলোর মধ্যে ১৫টির ব্যবসায় লোকসান হয়েছে।

ব্যবসায় উন্নতি হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি হারে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের। কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩৮০% হারে। এর পেছনে কারন হিসাবে অপরিচালন আয় (শেয়ার ব্যবসা) বৃদ্ধিকে উল্লেখ করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

এরপরে ইপিএসে উত্থানে ২য় অবস্থানে রয়েছে বেক্সিমকো। এ কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩৫২%। আর ৩য় অবস্থানে থাকা এনভয় টেক্সটাইলের ইপিএস বেড়েছে ২৭০%।

অপরদিকে সবচেয়ে বেশি হারে ইপিএস কমেছে জাহিন স্পিনিংয়ের। কোম্পানিটি লোকসানে পতিত হওয়ার কারনে ইপিএস কমেছে ২৩০০%। এরপরের অবস্থানে থাকা ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ব্যবসায় পতন হয়েছে ১০৬৩%। আর ৩য় অবস্থানে থাকা ন্যাশনাল টিউবসের ২৮৩% ইপিএস কমেছে।

ব্যবসায় এই পতনের কারন হিসেবে জাহিন স্পিনিং কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছেন, অগ্নিকান্ড, পূণ:নির্মাণ ও নতুন মেশিনারিজ স্থাপনের কারনে বিক্রি কমে গেছে। এছাড়া বিক্রিত পণ্যের ব্যয়ের হার বৃদ্ধি ও প্রশাসনিক ব্যয় বৃদ্ধির কারনে লোকসান গুণতে হয়েছে।

নিম্নে কোম্পানিগুলোর ইপিএস উত্থান-পতনের চিত্র তুলে ধরা হল-

কোম্পানির নামইপিএস (জুলাই-ডিসে. ২১)ইপিএস (জুলাই-ডিসে. ২০)হ্রাস-বৃদ্ধির হার
আনোয়ার গ্যালভানাইজিং৭.৬৩১.৫৯৩৮০%
বেক্সিমকো৮.৬৭১.৯২৩৫২%
এনভয় টেক্সটাইল১.৩৭০.৩৭২৭০%
এএফসি অ্যাগ্রো০.৩৩০.০৯২৬৭%
ম্যাকসন স্পিনিং১.৭৬০.৫১২৪৫%
দেশ গার্মেন্টস০.৫৪(০.৪৬)২১৭%
বঙ্গজ০.০৯০.০৩২০০%
মতিন স্পিনিং৫.৫৪২.১১১৬৩%
ইন্ট্র্যাকো রিফুয়েলিং০.৬৭০.২৯১৩১%
আইসিবি১.৭৪০.৭৭১২৬%
বীচ হ্যাচারি০.০২(০.১০)১২০%
হামিদ ফেব্রিকস০.১৮(০.৯৭)১১৯%
বিকন ফার্মা২.৫৯১.২৬১০৬%
মালেক স্পিনিং১.৯২১.০২৮৮%
কপারটেক ইন্ডাস্ট্রিজ০.৮২০.৪৯৬৭%
ইস্টার্ন কেবলস(১.৮১)(৩.২৯)৪৫%
ন্যাশনাল পলিমার১.২৭০.৮৮৪৪%
বেক্সিমকো ফার্মা৭.১২৪.৯৫৪৪%
একটিভ ফাইন০.২১০.১৫৪০%
একমি ল্যাব৫.১৭৩.৭৪৩৮%
কে অ্যান্ড কিউ০.২২০.১৬৩৮%
জিপিএইচ ইস্পাত২.১৭১.৫৯৩৬%
মেট্রো স্পিনিং০.৮৫০.২০৩৩%
ইভিন্স টেক্সটাইল(০.২০)(০.৩০)৩৩%
ইস্টার্ন হাউজিং২.৬৪১.৯৮৩৩%
বার্জার পেইন্টস৪৩.১৮৩৬.০৩২০%
অগ্নি সিস্টেমস০.৫৭০.৪৮১৯%
রেনাটা২৫.৬২২২.৩৯১৪%
লাভেলো০.৫৫০.৫০১০%
পাওয়ার গ্রীড২.৭৫২.৫১১০%
প্রাণ৪.৩৫৪.০২৮%
রহিম টেক্সটাইল১.৪৬১.৩৫৮%
পদ্মা অয়েল১১.৬৭১১.২০৪%
এডিএন টেলিকম১.২৩১.২০৩%
জুট স্পিনার্স(২১.৬৭)(২২.৩২)৩%
রংপুর ফাউন্ড্রি২.১৯২.১৭১%
শাইনপুকুর সিরামিকস০.১০০.১০০০%
নাহি অ্যালুমিনিয়াম১.১২১.১৩(১%)
এমবি ফার্মা০.৩৪০.৩৫(৩%)
ড্রাগণ সোয়েটার০.৬৬০.৬৮(৩%)
সিলভা ফার্মা০.৫০০.৫৪(৭%)
শমরিতা হসপিটাল১.২৬১.৩৫(৭%)
এসোসিয়েটেড অক্সিজেন০.৯৪১.০৫(১০%)
রেনউইক যজ্ঞেশ্বর(৯.৭৭)(৮.৭০)(১২%)
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ০.৫৮০.৭৩(২১%)
বেঙ্গল উইন্ডোসর০.২৯০.৩৭(২২%)
আল-হাজ্ব টেক্সটাইল০.১২০.১৮(৩৩%)
নাভানা সিএনজি০.১১০.১৭(৩৫%)
এসকে ট্রিমস০.৪৯০.৮৬(৪৩%)
ইস্টার্ন লুব্রিকেন্টস২.৯৬৫.৮০(৪৯%)
এসআলম কোল্ড রোল্ড০.২১০.৬৫(৬৮%)
দুলামিয়া কটন(০.৫৮)(০.৩৩)(৭৬%)
আফতাব অটো(০.২৯)(০.১৬)(৮১%)
হাক্কানি পাল্প(০.৮৬)(০.৪৩)(১০০%)
সায়হাম কটন(০.০২)০.৩৭(১০৫%)
রহিমা ফুড(০.০৩)০.০৮(১৩৮%)
ডেল্টা স্পিনার্স(০.০৫)০.০৭(১৭১%)
আরগন ডেনিমস(০.৪৮)০.৬৪(১৭৫%)
গ্লোবাল হেভী কেমিক্যাল(০.৪৮)০.৩৯(২২৩%)
ন্যাশনাল টিউবস(০.২৩)(০.০৬)(২৮৩%)
ওয়াইম্যাক্স ইলেকট্রোড(০.৭৭)০.০৮(১০৬৩%)
জাহিন স্পিনিং(০.৪৪)০.০২(২৩০০%)

(যেসব কোম্পানির আগের বছরের থেকে লোকসান কমেছে, সেগুলোকে ইতিবাচক হিসেবে দেখানো হয়েছে)

বিজনেস আওয়ার/৩০ জানুয়ারি, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মুনাফা সর্বোচ্চ বেড়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের, কমেছে জাহিন স্পিনিংয়ের

পোস্ট হয়েছে : ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২১) সবচেয়ে বেশি হারে মুনাফা বেড়েছে শেয়ার ব্যবসায় জড়িয়ে পড়া আনোয়ার গ্যালভানাইজিংয়ের। যে গ্রুপের অনেকেই শেয়ারবাজারে সক্রিয় এবং গেম্বলিংয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে। একইসময়ে মুনাফায় সবচেয়ে পতন হয়েছে জাহিন স্পিনিংয়ের।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রবিবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ৬২টি কোম্পানির আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

কোম্পানিগুলোর মধ্যে ৩৬টি কোম্পানির ব্যবসায় আগের অর্থবছরের প্রথমার্ধের তুলনায় চলতি অর্থবছরের প্রথমার্ধে উন্নতি হয়েছে। আর ২৫টি কোম্পানির পতন হয়েছে এবং ১টির অবস্থান আগের মতোই রয়েছে। এই কোম্পানিগুলোর মধ্যে ১৫টির ব্যবসায় লোকসান হয়েছে।

ব্যবসায় উন্নতি হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি হারে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের। কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩৮০% হারে। এর পেছনে কারন হিসাবে অপরিচালন আয় (শেয়ার ব্যবসা) বৃদ্ধিকে উল্লেখ করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

এরপরে ইপিএসে উত্থানে ২য় অবস্থানে রয়েছে বেক্সিমকো। এ কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩৫২%। আর ৩য় অবস্থানে থাকা এনভয় টেক্সটাইলের ইপিএস বেড়েছে ২৭০%।

অপরদিকে সবচেয়ে বেশি হারে ইপিএস কমেছে জাহিন স্পিনিংয়ের। কোম্পানিটি লোকসানে পতিত হওয়ার কারনে ইপিএস কমেছে ২৩০০%। এরপরের অবস্থানে থাকা ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ব্যবসায় পতন হয়েছে ১০৬৩%। আর ৩য় অবস্থানে থাকা ন্যাশনাল টিউবসের ২৮৩% ইপিএস কমেছে।

ব্যবসায় এই পতনের কারন হিসেবে জাহিন স্পিনিং কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছেন, অগ্নিকান্ড, পূণ:নির্মাণ ও নতুন মেশিনারিজ স্থাপনের কারনে বিক্রি কমে গেছে। এছাড়া বিক্রিত পণ্যের ব্যয়ের হার বৃদ্ধি ও প্রশাসনিক ব্যয় বৃদ্ধির কারনে লোকসান গুণতে হয়েছে।

নিম্নে কোম্পানিগুলোর ইপিএস উত্থান-পতনের চিত্র তুলে ধরা হল-

কোম্পানির নামইপিএস (জুলাই-ডিসে. ২১)ইপিএস (জুলাই-ডিসে. ২০)হ্রাস-বৃদ্ধির হার
আনোয়ার গ্যালভানাইজিং৭.৬৩১.৫৯৩৮০%
বেক্সিমকো৮.৬৭১.৯২৩৫২%
এনভয় টেক্সটাইল১.৩৭০.৩৭২৭০%
এএফসি অ্যাগ্রো০.৩৩০.০৯২৬৭%
ম্যাকসন স্পিনিং১.৭৬০.৫১২৪৫%
দেশ গার্মেন্টস০.৫৪(০.৪৬)২১৭%
বঙ্গজ০.০৯০.০৩২০০%
মতিন স্পিনিং৫.৫৪২.১১১৬৩%
ইন্ট্র্যাকো রিফুয়েলিং০.৬৭০.২৯১৩১%
আইসিবি১.৭৪০.৭৭১২৬%
বীচ হ্যাচারি০.০২(০.১০)১২০%
হামিদ ফেব্রিকস০.১৮(০.৯৭)১১৯%
বিকন ফার্মা২.৫৯১.২৬১০৬%
মালেক স্পিনিং১.৯২১.০২৮৮%
কপারটেক ইন্ডাস্ট্রিজ০.৮২০.৪৯৬৭%
ইস্টার্ন কেবলস(১.৮১)(৩.২৯)৪৫%
ন্যাশনাল পলিমার১.২৭০.৮৮৪৪%
বেক্সিমকো ফার্মা৭.১২৪.৯৫৪৪%
একটিভ ফাইন০.২১০.১৫৪০%
একমি ল্যাব৫.১৭৩.৭৪৩৮%
কে অ্যান্ড কিউ০.২২০.১৬৩৮%
জিপিএইচ ইস্পাত২.১৭১.৫৯৩৬%
মেট্রো স্পিনিং০.৮৫০.২০৩৩%
ইভিন্স টেক্সটাইল(০.২০)(০.৩০)৩৩%
ইস্টার্ন হাউজিং২.৬৪১.৯৮৩৩%
বার্জার পেইন্টস৪৩.১৮৩৬.০৩২০%
অগ্নি সিস্টেমস০.৫৭০.৪৮১৯%
রেনাটা২৫.৬২২২.৩৯১৪%
লাভেলো০.৫৫০.৫০১০%
পাওয়ার গ্রীড২.৭৫২.৫১১০%
প্রাণ৪.৩৫৪.০২৮%
রহিম টেক্সটাইল১.৪৬১.৩৫৮%
পদ্মা অয়েল১১.৬৭১১.২০৪%
এডিএন টেলিকম১.২৩১.২০৩%
জুট স্পিনার্স(২১.৬৭)(২২.৩২)৩%
রংপুর ফাউন্ড্রি২.১৯২.১৭১%
শাইনপুকুর সিরামিকস০.১০০.১০০০%
নাহি অ্যালুমিনিয়াম১.১২১.১৩(১%)
এমবি ফার্মা০.৩৪০.৩৫(৩%)
ড্রাগণ সোয়েটার০.৬৬০.৬৮(৩%)
সিলভা ফার্মা০.৫০০.৫৪(৭%)
শমরিতা হসপিটাল১.২৬১.৩৫(৭%)
এসোসিয়েটেড অক্সিজেন০.৯৪১.০৫(১০%)
রেনউইক যজ্ঞেশ্বর(৯.৭৭)(৮.৭০)(১২%)
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ০.৫৮০.৭৩(২১%)
বেঙ্গল উইন্ডোসর০.২৯০.৩৭(২২%)
আল-হাজ্ব টেক্সটাইল০.১২০.১৮(৩৩%)
নাভানা সিএনজি০.১১০.১৭(৩৫%)
এসকে ট্রিমস০.৪৯০.৮৬(৪৩%)
ইস্টার্ন লুব্রিকেন্টস২.৯৬৫.৮০(৪৯%)
এসআলম কোল্ড রোল্ড০.২১০.৬৫(৬৮%)
দুলামিয়া কটন(০.৫৮)(০.৩৩)(৭৬%)
আফতাব অটো(০.২৯)(০.১৬)(৮১%)
হাক্কানি পাল্প(০.৮৬)(০.৪৩)(১০০%)
সায়হাম কটন(০.০২)০.৩৭(১০৫%)
রহিমা ফুড(০.০৩)০.০৮(১৩৮%)
ডেল্টা স্পিনার্স(০.০৫)০.০৭(১৭১%)
আরগন ডেনিমস(০.৪৮)০.৬৪(১৭৫%)
গ্লোবাল হেভী কেমিক্যাল(০.৪৮)০.৩৯(২২৩%)
ন্যাশনাল টিউবস(০.২৩)(০.০৬)(২৮৩%)
ওয়াইম্যাক্স ইলেকট্রোড(০.৭৭)০.০৮(১০৬৩%)
জাহিন স্পিনিং(০.৪৪)০.০২(২৩০০%)

(যেসব কোম্পানির আগের বছরের থেকে লোকসান কমেছে, সেগুলোকে ইতিবাচক হিসেবে দেখানো হয়েছে)

বিজনেস আওয়ার/৩০ জানুয়ারি, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: