বিজনেস আওয়ার প্রতিবেদক: আগামী অর্থবছরে দেশের মাথাপিছু আয় তিন হাজার ৮৯ মার্কিন ডলার হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার (৩০ জানুয়ারি) দুপুরে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের কাছে এ আশার কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, গত অর্থবছর জিডিপিতে প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ। এবার প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২। এছাড়া জিডিপির আকার হবে ৪৫৫ বিলিয়ন ডলার। আশা করি আগামী অর্থবছর জিডিপির আকার অর্ধ ট্রিলিয়নের মাইলফলক স্পর্শ করবে।
সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া বৈশ্বিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রত্যাশা ৭.২ শতাংশ, আর আইএমএফ বলছে প্রবৃদ্ধি হবে ৬.৬ শতাংশ। কিন্তু আমাদের বিশ্বাস অতীতের মতো আমরা যেটা বলেছি তা অর্জন করতে সক্ষম হব। আগামী বছরও মাথাপিছু আয় তিন হাজার ৮৯ মার্কিন ডলার হবে, সে বছর প্রবৃদ্ধি হবে ৭.৫ শতাংশ।
বিজনেস আওয়ার/৩০ জানুয়ারি,২০২২/এএইচ