ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আরো সাড়ে ২৭ লাখ শনাক্ত, মৃত্যু ১০ হাজারের বেশি

  • পোস্ট হয়েছে : ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • 32

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে একদিনে আরো সাড়ে ২৭ লাখ মানুষ শরীরে শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ভাইরাসটিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্বে করোনায় শনাক্ত হয়েছে ৩৭ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৯১২ জন। আগের দিন ঠিক একই সময় পর্যন্ত শনাক্ততা ছিল ৩৭ কোটি ৫২ লাখ ৪০ হাজার ৫৪৪ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৭ লাখ ৪৮ হাজার ৩৬৮ জন।

আজ বেলা ১১টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৯২ হাজার ৬১ জন। আর আগের দিন ঠিক একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ৫৬ লাখ ৮১ হাজার ৭৪৪ জনের। অর্থাৎ ভাইরাসটিতে একদিনে আরো ১০ হাজার ৩১৭ জন মানুষ প্রাণ হারিয়েছে। আর একই সময় পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ২৯ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৮০৯ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৬২ লাখ ২২ হাজার ২১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ১০ হাজার ১০৪ জন মানুষ মারা গেছেন।

করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ৪৯৯ জনের। মারা গেছেন ৪ লাখ ৯৬ হাজার ২৬৮ জন। আর ব্রাজিলে ২ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ১০৫ জনের। মারা গেছেন ৬ লাখ ২৭ হাজার ৩৬৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিজনেস আওয়ার/১ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনায় আরো সাড়ে ২৭ লাখ শনাক্ত, মৃত্যু ১০ হাজারের বেশি

পোস্ট হয়েছে : ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে একদিনে আরো সাড়ে ২৭ লাখ মানুষ শরীরে শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ভাইরাসটিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্বে করোনায় শনাক্ত হয়েছে ৩৭ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৯১২ জন। আগের দিন ঠিক একই সময় পর্যন্ত শনাক্ততা ছিল ৩৭ কোটি ৫২ লাখ ৪০ হাজার ৫৪৪ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৭ লাখ ৪৮ হাজার ৩৬৮ জন।

আজ বেলা ১১টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৯২ হাজার ৬১ জন। আর আগের দিন ঠিক একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ৫৬ লাখ ৮১ হাজার ৭৪৪ জনের। অর্থাৎ ভাইরাসটিতে একদিনে আরো ১০ হাজার ৩১৭ জন মানুষ প্রাণ হারিয়েছে। আর একই সময় পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ২৯ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৮০৯ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৬২ লাখ ২২ হাজার ২১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ১০ হাজার ১০৪ জন মানুষ মারা গেছেন।

করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ৪৯৯ জনের। মারা গেছেন ৪ লাখ ৯৬ হাজার ২৬৮ জন। আর ব্রাজিলে ২ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ১০৫ জনের। মারা গেছেন ৬ লাখ ২৭ হাজার ৩৬৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিজনেস আওয়ার/১ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: