বিজনেস আওযার প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শর্টগানের গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি। ইট ছুড়ে চারটি কারখানা ভাঙচুর করেছেন শ্রমিকরা। পরে তিনটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ।
আহতদের মধ্যে ৮ শ্রমিকের নাম পাওয়া গেছে। তারা হলেন- শাহিনুর আক্তার, নুর মোহাম্মদ, মো. তাসলিমা, মো. জিয়া, মো. মনিরুল, সাফিনা আক্তার, মুক্তি আক্তার, মো. কামাল।
তাদের মধ্যে মুক্তি ও কামাল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকিদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজনেস আওয়ার/১ ফেব্রুয়ারি,২০২২/এএইচ