স্পোর্টস ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলী। এরই মধ্যে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এক বাড়িতেই থাকার কারণে স্বপরিবারে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে সৌরভ গাঙ্গুলীকে।
জানা গেছে, গত কয়েকদিন ধরেই স্নেহাশিসের জ্বর ছিল। তাপমাত্রা ছিল ৯৯-১০০ ডিগ্রি ফারেনহাইট। গতকাল (বুধবার) তার লালারস পরীক্ষা করা হয়। রাতের দিকে রিপোর্ট পজিটিভ আসে। তার পরই স্নেহাশিসকে এক হাসপাতালে ভর্তি করা হয়।
সৌরভ গাঙ্গুলির এক ঘনিষ্ঠ সূত্র বলেছে, গতকাল (বুধবার) সন্ধ্যার পরে পরীক্ষার ফলাফল জানা গেছে। স্বাস্থ্যবিধি মেনে এখন নির্দিষ্ট সময়ের জন্য সৌরভ গাঙ্গুলির পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।’
বিজনেস আওয়ার/১৬ জুলাই, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: