ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিশেষ নির্দেশে ভর্তির সুযোগ পাচ্ছেন নিপুণ

  • পোস্ট হয়েছে : ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • 49

বিজনেস আওয়ার প্রতিবেদক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের বিশেষ নির্দেশে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান (পিইএসএস) বিভাগে ভর্তির সুযোগ পাচ্ছেন নিপুণ বিশ্বাস। মানবিক দিক ও নিপুণের পারিবারিক অবস্থা বিবেচনা করে তার ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি সভায় নিপুণের ভর্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন যবিপ্রবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আবদুর রশীদ অর্ণব।

ডিনস কমিটির সভায় জানানো হয়, ৩০ জানুয়ারি তৃতীয় ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। মেধাতালিকার ১৭তম শিক্ষার্থী নিপুণ বিশ্বাস পরিববহন-সংক্রান্ত জটিলতার কারণে বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময় সকাল ১০টা থেকে ১১টার মধ্যে উপস্থিত হতে পারেননি। এ জন্য উপস্থিত শিক্ষার্থী বায়েজিদ মল্লিককে ভর্তি করে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিষয়টি অবহিত করলে তিনি মানবিক দিক বিবেচনা করে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে একটি আসন বর্ধিত করে নিপুণকে ভর্তি করানোর জন্য ডিনস কমিটিকে অনুরোধ করেন।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, নিপুণ বিশ্বাস সমাজের একটি অনগ্রসর পরিবারের সদস্য, আমি এটা জানতে পেরে ডিনস কমিটির জরুরি সভার নির্দেশ দিই। আশার কথা হচ্ছে, যবিপ্রবির স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ভর্তি কার্যক্রম শেষ হলেও আগামীকালই সে ভর্তি হতে পারবে। যবিপ্রবি প্রশাসন সব সময় শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল। যবিপ্রবির শিক্ষার্থীসহ যারা এ ঘটনা প্রশাসনের দৃষ্টিগোচরে আনতে সহায়তা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

বিজনেস আওয়ার/০১ ফেব্রুয়ারি,২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশেষ নির্দেশে ভর্তির সুযোগ পাচ্ছেন নিপুণ

পোস্ট হয়েছে : ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের বিশেষ নির্দেশে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান (পিইএসএস) বিভাগে ভর্তির সুযোগ পাচ্ছেন নিপুণ বিশ্বাস। মানবিক দিক ও নিপুণের পারিবারিক অবস্থা বিবেচনা করে তার ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি সভায় নিপুণের ভর্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন যবিপ্রবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আবদুর রশীদ অর্ণব।

ডিনস কমিটির সভায় জানানো হয়, ৩০ জানুয়ারি তৃতীয় ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। মেধাতালিকার ১৭তম শিক্ষার্থী নিপুণ বিশ্বাস পরিববহন-সংক্রান্ত জটিলতার কারণে বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময় সকাল ১০টা থেকে ১১টার মধ্যে উপস্থিত হতে পারেননি। এ জন্য উপস্থিত শিক্ষার্থী বায়েজিদ মল্লিককে ভর্তি করে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিষয়টি অবহিত করলে তিনি মানবিক দিক বিবেচনা করে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে একটি আসন বর্ধিত করে নিপুণকে ভর্তি করানোর জন্য ডিনস কমিটিকে অনুরোধ করেন।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, নিপুণ বিশ্বাস সমাজের একটি অনগ্রসর পরিবারের সদস্য, আমি এটা জানতে পেরে ডিনস কমিটির জরুরি সভার নির্দেশ দিই। আশার কথা হচ্ছে, যবিপ্রবির স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ভর্তি কার্যক্রম শেষ হলেও আগামীকালই সে ভর্তি হতে পারবে। যবিপ্রবি প্রশাসন সব সময় শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল। যবিপ্রবির শিক্ষার্থীসহ যারা এ ঘটনা প্রশাসনের দৃষ্টিগোচরে আনতে সহায়তা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

বিজনেস আওয়ার/০১ ফেব্রুয়ারি,২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: