ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আর্থিক হিসাব ২০৬ কোম্পানির: মুনাফা বেড়েছে ৫৩ শতাংশের, লোকসানে ১৭ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২১) ৫৩ শতাংশ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি হারে মুনাফা বেড়েছে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে ফেরা পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানির। আর মুনাফা কমে আসা ২৯ শতাংশ কোম্পানির মধ্যে সবার শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে গত ১ সপ্তাহে (২৫ জানুয়ারি-০১ ফেব্রুয়ারি) প্রকাশিত ২০৬টি কোম্পানির আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। এরমধ্যে অল্প কয়েকটির ১ম প্রান্তিকের ও ৯ মাসের ছাড়া প্রায় সবগুলোই প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর ২১) আর্থিক হিসাব প্রকাশ করেছে।

গত ১ সপ্তাহে প্রকাশিত ২০৬টি কোম্পানির মধ্যে ১০৯টি বা ৫২.৯১ শতাংশ কোম্পানির ব্যবসায় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথমার্ধে মুনাফা বেড়েছে। আর ৬০টি বা ২৯.১২ শতাংশ কোম্পানির মুনাফা কমেছে এবং ২টির অবস্থান প্রায় আগের মতোই রয়েছে।

এছাড়া লোকসান হয়েছে ৩৫টি বা ১৬.৯৯ শতাংশ কোম্পানির। এরমধ্যে ১৩টি কোম্পানির আগের তুলনায় লোকসানের পরিমাণ কম হয়েছে। বাকি ২২টি কোম্পানির লোকসান বেড়েছে।

বর্তমান করোনার পরিস্থিতির মধ্যে ৫৩ শতাংশ কোম্পানির মুনাফা বৃদ্ধিকে শেয়ারবাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান। তবে ৩৫ কোম্পানির লোকসানের কারন খুজেঁ বের করা দরকার বলে মনে করেন তিনি। যার আলোকে কোম্পানিগুলোর উন্নয়নে ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বিজনেস আওয়ারকে বলেন, আরও বেশি কোম্পানির মুনাফায় উন্নতি হওয়া উচিত ছিল। কারন ২০২০ সালের শেষার্ধে করোনার প্রভাব ছিল প্রকট, যে তুলনায় ২০২১ সালের একইসময়ে করোনা পরিস্থিতি ছিল প্রায় স্বাভাবিক। তাই মুনাফা বাড়াটাও স্বাভাবিক ছিল। এই বিবেচনায় মুনাফা প্রকৃত অর্থে বেড়েছে বলাটা কঠিন। যদি ২০১৯ সালের শেষার্ধের তুলনায় বেড়ে থাকে, তাহলে ঠিক আছে। অন্যথায় ৫৩ শতাংশ কোম্পানিকে মুনাফা বাড়ার পরিবর্তে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলা যেতে পারে।

ব্যবসায় উন্নতি হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের। কোম্পানিটির আগের অর্থবছরের প্রথমার্ধের ৪ পয়সার ইপিএস এ বছরে ৫৪২৫ শতাংশ বেড়ে হয়েছে ২.২১ টাকা। এরপরের অবস্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২ পয়সা থেকে ইপিএস ১২০০ শতাংশ বেড়ে হয়েছে ২৬ পয়সা। আর ৩য় অবস্থানে থাকা মনোস্পুল পেপার ম্যানুফ্যাকাচারিং কোম্পানির ইপিএস ১৮ পয়সা থেকে বেড়ে হয়েছে ১.১৪ টাকা। অর্থাৎ ইপিএস বেড়েছে ৫৩৩ শতাংশ।

এদিকে মুনাফায় থাকা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি হারে ইপিএস কমেছে প্রিমিয়ার সিমেন্টের। কোম্পানিটি আগের বছরের একই সময়ের ২.৫১ টাকার ইপিএস এ বছরের প্রথমার্ধে ৯১ শতাংশ কমে ২৩ পয়সায় নেমে এসেছে। এরপরের অবস্থানে থাকা ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ডের আগের বছরের একই সময়ের ১.০৮ টাকার ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২১) ৯০ শতাংশ কমে নেমে এসেছে ১১ পয়সায়। আর ৩য় অবস্থানে থাকা এনএলআই ফার্স্ট ফান্ডের ১.৯৯ টাকার ইপিইউ ৮২ শতাংশ কমে এ বছরের প্রথমার্ধে ৩৫ পয়সায় নেমে এসেছে।

ব্যবসায় এমন উত্থান-পতনের কারন জানানো বাধ্যতামূলক হলেও ৬টি কোম্পানি কর্তৃপক্ষের কেউই তা তা জানাননি। ফলে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা উত্থান-পতনের বাস্তবতা নিয়ে সন্দেহ তৈরী হওয়াটা স্বাভাবিক।

এসব বিষয়ে জানতে ডিএসইর ওয়েবসাইটে ইনফরমেশন সার্ভিসেসের প্রোফাইলে কোম্পানি সচিব ফখরুল ইসলাম ভূইয়ার প্রদত্ত নাম্বারে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। যে প্রোফাইলে সচিবের ফোন নাম্বার ও নামের তথ্য দেওয়া বাধ্যবাধকতা থাকলেও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং ও মনোস্পুল পেপার ম্যানুফ্যাকাচারিং কর্তৃপক্ষ তা দেননি।

অন্যদিকে সবচেয়ে বেশি হারে মুনাফা কমে আসা প্রিমিয়ার সিমেন্টের সচিব কাজী মো. শফিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি। 

আলোচিত সময়ে ১৩টি কোম্পানি আগের বছরের প্রথমার্ধের লোকসানের থেকে চলতি অর্থবছরের প্রথমার্ধে মুনাফায় ফিরে এসেছে। কোম্পানিগুলো হচ্ছে- ইউনিক হোটেল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, দেশ গার্মেন্টস, দেশবন্ধু পলিমার, জেমিনি সী ফুড, সোনারগাঁও টেক্সটাইল, বীচ হ্যাচারি, হামিদ ফেব্রিকস, প্রাইম টেক্সটাইল, এপেক্স ট্যানারি, গোল্ডেন হার্ভেষ্ট, অলটেক্স ও সাফকো স্পিনিং।

লোকসান থেকে মুনাফার ঘটনা যেমন ঘটেছে, একইভাবে মুনাফা থেকে লোকসানে নামার চিত্রও দেখা গেছে। ১৩টি কোম্পানি লোকসান থেকে মুনাফায় ফিরে আসার বিপরীতে ১০টি কোম্পানি মুনাফা থেকে লোকসানে পতিত হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড, সায়হাম কটন, খুলনা পাওয়ার, রহিমা ফুড, ডেল্টা স্পিনার্স, আরগন ডেনিমস, সেন্ট্রাল ফার্মা, গ্লোবাল হেভী কেমিক্যাল, ওয়াইম্যাক্স ইলেকট্রোড ও জাহিন স্পিনিং।

নিম্নে মুনাফায় থাকা কোম্পানিগুলোর ইপিএস উত্থান-পতনের চিত্র তুলে ধরা হল-

কোম্পানির নামইপিএস (জুলাই-ডিসে. ২১)ইপিএস (জুলাই-ডিসে. ২০)হ্রাস-বৃদ্ধির হার
পেপার প্রসেসিং২.২১০.০৪৫৪২৫%
ইনফরমেশন সার্ভিসেস০.২৬০.০২১২০০%
মনোস্পুল পেপার১.১৪০.১৮৫৩৩%
স্কয়ার টেক্সটাইল৪.৬৮০.৭৯৪৯২%
আনোয়ার গ্যালভানাইজিং৭.৬৩১.৫৯৩৮০%
বাংলাদেশ বিল্ডিং০.৯৬০.২১৩৫৭%
বেক্সিমকো৮.৬৭১.৯২৩৫২%
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট০.৩৬০.০৯৩০০%
ইউনিক হোটেল০.২৪(০.১২)৩০০%
এনভয় টেক্সটাইল১.৩৭০.৩৭২৭০%
এএফসি অ্যাগ্রো০.৩৩০.০৯২৬৭%
ন্যাশনাল টি৮.৬৬২.৪১২৫৯%
আইসিবি এএমসিএল ২য়০.৫২০.১৫২৪৭%
ম্যাকসন স্পিনিং১.৭৬০.৫১২৪৫%
আইএফআইএল ১০.২৪০.০৭২৪৩%
ফারইস্ট নিটিং০.৪৩০.১৩২৩১%
ফরচুন সুজ২.০৮০.৬৫২২০%
দেশ গার্মেন্টস০.৫৪(০.৪৬)২১৭%
শেফার্ড ইন্ডাস্ট্রিজ০.৬৩(০.৫৮)২০৯%
বঙ্গজ০.০৯০.০৩২০০%
দেশবন্ধু পলিমার০.৩৩(০.৩৪)১৯৭%
জেমিনি সী ফুড৫.১২(৭.৯২)১৬৫%
মতিন স্পিনিং৫.৫৪২.১১১৬৩%
আইসিবি এমপ্লয়ীজ ১০.৩৮০.১৫১৫৩%
মুন্নু ফেব্রিকস০.০৫০.০২১৫০%
আরডি ফুড০.৭৭০.৩১১৪৮%
ইন্ট্র্যাকো রিফুয়েলিং০.৬৭০.২৯১৩১%
আইসিবি১.৭৪০.৭৭১২৬%
সোনারগাঁও টেক্সটাইল০.২০(০.৮৭)১২৩%
বীচ হ্যাচারি০.০২(০.১০)১২০%
হামিদ ফেব্রিকস০.১৮(০.৯৭)১১৯%
সায়হাম টেক্সটাইল০.৭০০.৩২১১৯%
প্রাইম টেক্সটাইল০.৩০(১.৭৩)১১৭%
শাশাঁ ডেনিমস০.৯১০.৪৩১১২%
এপেক্স ট্যানারি০.১৬(১.৩৩)১১২%
গোল্ডেন হার্ভেষ্ট০.০৫(০.৬৩)১০৮%
বিকন ফার্মা২.৫৯১.২৬১০৬%
অলটেক্স০.১২(২.২৮)১০৫%
তশরিফা ইন্ডাস্ট্রিজ০.৪৩০.২১১০৫%
আইসিবি অগ্রনী ১০.৫১০.২৫১০৪%
সাফকো স্পিনিং০.০৪(৪.৪৩)১০১%
বিডি ল্যাম্পস৪.৪২২.২১১০০%
এসিআই৫.৫১২.৭৭৯৯%
মালেক স্পিনিং১.৯২১.০২৮৮%
আইসিবি ৩য় এনআরবি০.৩১০.১৭৮২%
বিডিকম০.৭৫০.৪৩৭৪%
কপারটেক ইন্ডাস্ট্রিজ০.৮২০.৪৯৬৭%
বিএসআরএম স্টিল৫.৩৪৩.২০৬৭%
ডেসকো০.৫১০.৩১৬৫%  
বিএসআরএম লিমিটেড৮.১১৪.৯৪৬৪%
আমরা টেকনোলজিস১.১৬০.৭১৬৩%
এসিআই ফরমূলেশনস৩.৭১২.৩৬৫৭%
এপেক্স ফুডস১.১০০.৭০৫৭%
বাংলাদেশ সাবমেরিন৬.২৮৪.০১৫৭%
জেনেক্স ইনফোসিস২.৭৪১.৯০৪৪%
ন্যাশনাল পলিমার১.২৭০.৮৮৪৪%
বেক্সিমকো ফার্মা৭.১২৪.৯৫৪৪%
বসুন্ধরা পেপার১.০৪০.৭৩৪২%
তমিজউদ্দিন টেক্সটাইল২.৬০১.৮৩৪২%
একটিভ ফাইন০.২১০.১৫৪০%
একমি ল্যাব৫.১৭৩.৭৪৩৮%
কে অ্যান্ড কিউ০.২২০.১৬৩৮%
প্রাইম ব্যাংক ফার্স্ট ফান্ড০.৪৭০.৩৪৩৮%
আইসিবি সোনালি ১০.৪৯০.৩৬৩৬%
জিপিএইচ ইস্পাত২.১৭১.৫৯৩৬%
হা-ওয়েল টেক্সটাইল১.৭৪১.৩০৩৪%
মেট্রো স্পিনিং০.৮৫০.২০৩৩%
ইস্টার্ন হাউজিং২.৬৪১.৯৮৩৩%
ফার্মা এইড১০.৬৯৮.০৫৩৩%
প্যারামাউন্ট টেক্সটাইল২.৯৭২.৩২২৮%
ইউনাইটেড পাওয়ার১১.৮৪৯.৫০২৫%
কুইন সাউথ০.৬১০.৪৯২৪%
নিউ লাইন ক্লোথিংস১.০৯০.৮৮২৪%
ওরিয়ন ইনফিউশনস০.৯৮০.৭৯২৪%
স্কয়ার ফার্মা১০.৮৮৮.৭৬২৪%
লিগ্যাচি ফুটওয়্যার০.১১০.০৯২২%
এস্কয়ার নিট১.৩৭১.১৩২১%
ই-জেনারেশন০.৭৮০.৬৫২০%
এইচআর টেক্সটাইল১.০৯০.৯১২০%
সী পার্ল০.৭২০.৬০২০%
বার্জার পেইন্টস৪৩.১৮৩৬.০৩২০%
অগ্নি সিস্টেমস০.৫৭০.৪৮১৯%
গ্রামীণ ওয়ান০.৮৭০.৭৪১৮%
এপেক্স ফুটওয়্যার৪.০৫৩.৫০১৬%
রিল্যায়েন্স ওয়ান ফান্ড০.৪৯০.৪৩১৪%
রেনাটা২৫.৬২২২.৩৯১৪%
বারাকা পাওয়ার১.৬৯১.৫০১৩%
কোহিনুর কেমিক্যাল৫.৩৭৪.৭৭১৩%
মেঘনা সিমেন্ট০.৯৬০.৮৬১২%
আমান ফিড১.৮৫১.৬৬১১%
এনার্জিপ্যাক পাওয়ার১.০২০.৯২১১%
শাহজিবাজার পাওয়ার৩.৩২৩.০২১০%
লাভেলো০.৫৫০.৫০১০%
পাওয়ার গ্রীড২.৭৫২.৫১১০%
সামিট অ্যালায়েন্স পোর্ট০.৪৫০.৪১১০%
প্রাণ৪.৩৫৪.০২৮%
রহিম টেক্সটাইল১.৪৬১.৩৫৮%
আইটি কনসালটেন্টস০.৮৪০.৭৮৮%
মবিল যমুনা৩.৩৭৩.৬৪৭%
কেডিএস এক্সেসরিজ১.১৮১.১১৬%
ড্যাফোডিল কম্পিউটার্স০.৩৬০.৩৪৬%
বিডি অটোকারস০.২৬০.২৫৪%
পদ্মা অয়েল১১.৬৭১১.২০৪%
এডিএন টেলিকম১.২৩১.২০৩%
এপেক্স স্পিনিং১.৮১১.৭৫৩%
জেএমআই সিরিঞ্জ২.৯০২.৮৮১%
তিতাস গ্যাস১.৪৪১.৪৩১%
ভিএফএস থ্রেড০.৮৮০.৮৭১%
রংপুর ফাউন্ড্রি২.১৯২.১৭১%
শাইনপুকুর সিরামিকস০.১০০.১০০০%
ওরিয়ন ফার্মা২.০২২.০৩০০%
নাহি অ্যালুমিনিয়াম১.১২১.১৩(১%)
এমবি ফার্মা০.৩৪০.৩৫(৩%)
ড্রাগণ সোয়েটার০.৬৬০.৬৮(৩%)
বারাকা পতেঙ্গা১.৮৬১.৯৭(৬%)
সিলভা ফার্মা০.৫০০.৫৪(৭%)
শমরিতা হসপিটাল১.২৬১.৩৫(৭%)
এশিয়ান টাইগার ফান্ড০.৭১০.৭৮(৯%)
এসোসিয়েটেড অক্সিজেন০.৯৪১.০৫(১০%)
রানার অটো১.৪৯১.৬৫(১০%)
মুন্নু সিরামিকস০.৬৪০.৭২(১১%)
একমি পেস্টিসাইডস০.৯৯১.১১(১১%)
যমুনা অয়েল৮.৪৩৯.৬৪(১৩%)
বিবিএস কেবলস২.৫২২.৮৯(১৩%)
মীর আখতার১.৫৫১.৭৮(১৩%)
এডভেন্ট ফার্মা০.৬৮০.৭৯(১৪%)
আমান কটন০.৫৫০.৬৫(১৫%)
কনফিডেন্স সিমেন্ট৫.৭৭৬.৯৬(১৭%)
মুন্নু অ্যাগ্রো০.৮৫১.০৬(২০%)
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ০.৫৮০.৭৩(২১%)
বেঙ্গল উইন্ডোসর০.২৯০.৩৭(২২%)
ইনডেক্স অ্যাগ্রো২.৬৩৩.৩৬(২২%)
জিবিবি পাওয়ার০.৬০০.৭৭(২২%)
ইন্দোবাংলা ফার্মা০.৫১০.৬৬(২৩%)
এমবিএল ফার্স্ট ফান্ড (৯ মাস)০.৪৭০.৬২(২৪%)
আমরা নেট০.৯৪১.২৫(২৫%)
সামিট পাওয়ার২.০২২.৮১(২৮%)
প্যাসিফিক ডেনিমস০.২৩০.৩৩(৩০%)
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ৩.৬১৫.৩৭(৩৩%)
আল-হাজ্ব টেক্সটাইল০.১২০.১৮(৩৩%)
নাভানা সিএনজি০.১১০.১৭(৩৫%)
এমএল ডাইং০.৩৫০.৫৭(৩৯%)
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ০.৪৩০.৭০(৩৯%)
ওয়াটা কেমিক্যাল২.৫২৪.১১(৩৯%)
ইফাদ অটোজ০.৯৭১.৬৬(৪২%)
এসকে ট্রিমস০.৪৯০.৮৬(৪৩%)
ইস্টার্ন লুব্রিকেন্টস২.৯৬৫.৮০(৪৯%)
ইবিএল এনআরবি ফান্ড০.৮৩১.৮৪(৫৫%)
আইএফআইসি ফার্স্ট ফান্ড০.৭৬১.৭২(৫৬%)
সিএপিএম বিডিবিএল০.৪২১.০৮(৬১%)
ডমিনেজ০.২৮০.৭৪(৬২%)
এমআই সিমেন্ট০.৭৫২.০৩(৬৩%)
এসইএমএল আইবিবিএল ফান্ড০.৫৯১.৫৮(৬৩%)
এআইবিএল ফার্স্ট ফান্ড (৯ মাস)০.৩৯১.০৬(৬৩%)
সিএপিএম আইবিবিএল০.৩৭১.০২(৬৪%)
গ্রীণ ডেল্টা ফান্ড০.৩২০.৯২(৬৫%)
ইবিএল ফার্স্ট ফান্ড০.৫৫১.৬২(৬৬%)
এসআলম কোল্ড রোল্ড০.২১০.৬৫(৬৮%)
পপুলার লাইফ ফার্স্ট ফান্ড০.৪৬১.৫২(৭০%)
ট্রাস্ট ব্যাংক ১০.৫৭১.৯১(৭০%)
ফার্স্ট বাংলাদেশ ফান্ড০.৫১১.৭৬(৭১%)
ডিবিএইচ ফার্স্ট ফান্ড০.৩০১.০৬(৭২%)
এবি ব্যাংক ফার্স্ট ফান্ড০.৪৬১.৯৫(৭৬%)
পিএইচপি ফার্স্ট ফান্ড০.৪০১.৬৭(৭৬%)
ফার্স্ট জনতা ফান্ড০.৩৯১.৬১(৭৬%)
এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড০.৩৮১.৬০(৭৬%)
এলআর গ্লোবাল ফান্ড (৩ মাস)০.১১০.৪৬(৭৬%)
কাশেম ইন্ডাস্ট্রিজ০.২১১.১১(৮১%)
এনএলআই ফার্স্ট ফান্ড০.৩৫১.৯৯(৮২%)
ভ্যানগার্ড এএমএল বিডি ১ (৩ মাস)০.১১১.০৮(৯০%)
প্রিমিয়ার সিমেন্ট০.২৩২.৫১(৯১%)

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত ২০৬টি কোম্পানির মধ্যে ১৩টির আগের অর্থবছরের প্রথমার্ধের তুলনায় লোকসান কমে এসেছে। এরমধ্যে সবচেয়ে বেশি হারে লোকসান কমেছে জেনারেশন নেক্সট ফ্যাশনের। এ কোম্পানিটির লোকসান কমেছে ৮৩ শতাংশ। এছাড়া ফাইন ফুডসের ৮১ শতাংশ ও জিকিউ বলপেনের ৬৬ শতাংশ হারে লোকসান কমেছে।

নিম্নে লোকসানি কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নামইপিএস (জুলাই-ডিসে. ২১)ইপিএস (জুলাই-ডিসে. ২০)লোকসান হ্রাস-বৃদ্ধির হার
জেনারেশন নেক্সট(০.০১)(০.০৬)৮৩%
ফাইন ফুডস(০.০৩)(০.১৬)৮১%
জিকিউ বলপেন(১.৬৯)(৪.৯৭)৬৬%
উসমানিয়া গ্লাস(১.৫৭)(৩.৩৫)৫৩%
তুং হাই নিটিং(০.১৪)(০.২৯)৫২%
আরএন স্পিনিং(০.০৬)(০.১২)৫০%
অলিম্পিক এক্সেসরিজ(০.১১)(০.২২)৫০%
ইস্টার্ন কেবলস(১.৮১)(৩.২৯)৪৫%
এটলাস বাংলাদেশ(০.৯২)(১.৪৬)৩৭%
ইভিন্স টেক্সটাইল(০.২০)(০.৩০)৩৩%
শ্যামপুর সুগার(৪৪.১৫)(৪৯.২২)১০%
জুট স্পিনার্স(২১.৬৭)(২২.৩২)৩%
সিভিও(১.১৬)(১.১৭)১%
জিল বাংলা সুগার(৩৭.০৯)(৩৬.৮৬)(১%)
রেনউইক যজ্ঞেশ্বর(৯.৭৭)(৮.৭০)(১২%)
জাহিনটেক্স(১.৬২)(১.৩১)(২৪%)
খান ব্রাদার্স(০.১২)(০.০৯)(৩৩%)
স্ট্যান্ডার্ড সিরামিকস(২.৩০)(১.৫০)(৫৩%)
দুলামিয়া কটন(০.৫৮)(০.৩৩)(৭৬%)
আফতাব অটো(০.২৯)(০.১৬)(৮১%)
হাক্কানি পাল্প(০.৮৬)(০.৪৩)(১০০%)
ন্যাশনাল ফিড(০.০১)০.৫৫(১০২%)
সায়হাম কটন(০.০২)০.৩৭(১০৫%)
খুলনা পাওয়ার(০.১৮)১.৫৭(১১১%)
রহিমা ফুড(০.০৩)০.০৮(১৩৮%)
ডেল্টা স্পিনার্স(০.০৫)০.০৭(১৭১%)
আরগন ডেনিমস(০.৪৮)০.৬৪(১৭৫%)
সেন্ট্রাল ফার্মা(০.১৮)০.১৬(২১৩%)
গ্লোবাল হেভী কেমিক্যাল(০.৪৮)০.৩৯(২২৩%)
ন্যাশনাল টিউবস(০.২৩)(০.০৬)(২৮৩%)
স্টাইলক্রাফট(৪.২০)(১.০৮)(২৮৯%)
ফার কেমিক্যাল(০.১৬)(০.০৩)(৪৩৩%)
ওয়াইম্যাক্স ইলেকট্রোড(০.৭৭)০.০৮(১০৬৩%)
জাহিন স্পিনিং(০.৪৪)০.০২(২৩০০%)
খুলনা প্রিন্টিং(২.৯৯)(০.১০)(২৮৯০%)

আলোচিত সময়ে লোকসানের পাশাপাশি ব্যবসায় সবচেয়ে বেশি হারে অবনমন হয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। এ কোম্পানিটির আগের বছরের একই সময়ের তুলনায় লোকসান বেড়েছে ২৮৯০ শতাংশ হারে। এরপরে ২৩০০ শতাংশ পতন হয়ে ২য় অবস্থানে রয়েছে জাহিন স্পিনিং। আর ৩য় অবস্থানে থাকা ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ১০৬৩ শতাংশ হারে ব্যবসায় পতন হয়েছে।

বিজনেস আওয়ার/০২ ফেব্রুয়ারি, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আর্থিক হিসাব ২০৬ কোম্পানির: মুনাফা বেড়েছে ৫৩ শতাংশের, লোকসানে ১৭ শতাংশ

পোস্ট হয়েছে : ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২১) ৫৩ শতাংশ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি হারে মুনাফা বেড়েছে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে ফেরা পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানির। আর মুনাফা কমে আসা ২৯ শতাংশ কোম্পানির মধ্যে সবার শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে গত ১ সপ্তাহে (২৫ জানুয়ারি-০১ ফেব্রুয়ারি) প্রকাশিত ২০৬টি কোম্পানির আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। এরমধ্যে অল্প কয়েকটির ১ম প্রান্তিকের ও ৯ মাসের ছাড়া প্রায় সবগুলোই প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর ২১) আর্থিক হিসাব প্রকাশ করেছে।

গত ১ সপ্তাহে প্রকাশিত ২০৬টি কোম্পানির মধ্যে ১০৯টি বা ৫২.৯১ শতাংশ কোম্পানির ব্যবসায় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথমার্ধে মুনাফা বেড়েছে। আর ৬০টি বা ২৯.১২ শতাংশ কোম্পানির মুনাফা কমেছে এবং ২টির অবস্থান প্রায় আগের মতোই রয়েছে।

এছাড়া লোকসান হয়েছে ৩৫টি বা ১৬.৯৯ শতাংশ কোম্পানির। এরমধ্যে ১৩টি কোম্পানির আগের তুলনায় লোকসানের পরিমাণ কম হয়েছে। বাকি ২২টি কোম্পানির লোকসান বেড়েছে।

বর্তমান করোনার পরিস্থিতির মধ্যে ৫৩ শতাংশ কোম্পানির মুনাফা বৃদ্ধিকে শেয়ারবাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান। তবে ৩৫ কোম্পানির লোকসানের কারন খুজেঁ বের করা দরকার বলে মনে করেন তিনি। যার আলোকে কোম্পানিগুলোর উন্নয়নে ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বিজনেস আওয়ারকে বলেন, আরও বেশি কোম্পানির মুনাফায় উন্নতি হওয়া উচিত ছিল। কারন ২০২০ সালের শেষার্ধে করোনার প্রভাব ছিল প্রকট, যে তুলনায় ২০২১ সালের একইসময়ে করোনা পরিস্থিতি ছিল প্রায় স্বাভাবিক। তাই মুনাফা বাড়াটাও স্বাভাবিক ছিল। এই বিবেচনায় মুনাফা প্রকৃত অর্থে বেড়েছে বলাটা কঠিন। যদি ২০১৯ সালের শেষার্ধের তুলনায় বেড়ে থাকে, তাহলে ঠিক আছে। অন্যথায় ৫৩ শতাংশ কোম্পানিকে মুনাফা বাড়ার পরিবর্তে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলা যেতে পারে।

ব্যবসায় উন্নতি হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের। কোম্পানিটির আগের অর্থবছরের প্রথমার্ধের ৪ পয়সার ইপিএস এ বছরে ৫৪২৫ শতাংশ বেড়ে হয়েছে ২.২১ টাকা। এরপরের অবস্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২ পয়সা থেকে ইপিএস ১২০০ শতাংশ বেড়ে হয়েছে ২৬ পয়সা। আর ৩য় অবস্থানে থাকা মনোস্পুল পেপার ম্যানুফ্যাকাচারিং কোম্পানির ইপিএস ১৮ পয়সা থেকে বেড়ে হয়েছে ১.১৪ টাকা। অর্থাৎ ইপিএস বেড়েছে ৫৩৩ শতাংশ।

এদিকে মুনাফায় থাকা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি হারে ইপিএস কমেছে প্রিমিয়ার সিমেন্টের। কোম্পানিটি আগের বছরের একই সময়ের ২.৫১ টাকার ইপিএস এ বছরের প্রথমার্ধে ৯১ শতাংশ কমে ২৩ পয়সায় নেমে এসেছে। এরপরের অবস্থানে থাকা ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ডের আগের বছরের একই সময়ের ১.০৮ টাকার ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২১) ৯০ শতাংশ কমে নেমে এসেছে ১১ পয়সায়। আর ৩য় অবস্থানে থাকা এনএলআই ফার্স্ট ফান্ডের ১.৯৯ টাকার ইপিইউ ৮২ শতাংশ কমে এ বছরের প্রথমার্ধে ৩৫ পয়সায় নেমে এসেছে।

ব্যবসায় এমন উত্থান-পতনের কারন জানানো বাধ্যতামূলক হলেও ৬টি কোম্পানি কর্তৃপক্ষের কেউই তা তা জানাননি। ফলে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা উত্থান-পতনের বাস্তবতা নিয়ে সন্দেহ তৈরী হওয়াটা স্বাভাবিক।

এসব বিষয়ে জানতে ডিএসইর ওয়েবসাইটে ইনফরমেশন সার্ভিসেসের প্রোফাইলে কোম্পানি সচিব ফখরুল ইসলাম ভূইয়ার প্রদত্ত নাম্বারে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। যে প্রোফাইলে সচিবের ফোন নাম্বার ও নামের তথ্য দেওয়া বাধ্যবাধকতা থাকলেও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং ও মনোস্পুল পেপার ম্যানুফ্যাকাচারিং কর্তৃপক্ষ তা দেননি।

অন্যদিকে সবচেয়ে বেশি হারে মুনাফা কমে আসা প্রিমিয়ার সিমেন্টের সচিব কাজী মো. শফিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি। 

আলোচিত সময়ে ১৩টি কোম্পানি আগের বছরের প্রথমার্ধের লোকসানের থেকে চলতি অর্থবছরের প্রথমার্ধে মুনাফায় ফিরে এসেছে। কোম্পানিগুলো হচ্ছে- ইউনিক হোটেল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, দেশ গার্মেন্টস, দেশবন্ধু পলিমার, জেমিনি সী ফুড, সোনারগাঁও টেক্সটাইল, বীচ হ্যাচারি, হামিদ ফেব্রিকস, প্রাইম টেক্সটাইল, এপেক্স ট্যানারি, গোল্ডেন হার্ভেষ্ট, অলটেক্স ও সাফকো স্পিনিং।

লোকসান থেকে মুনাফার ঘটনা যেমন ঘটেছে, একইভাবে মুনাফা থেকে লোকসানে নামার চিত্রও দেখা গেছে। ১৩টি কোম্পানি লোকসান থেকে মুনাফায় ফিরে আসার বিপরীতে ১০টি কোম্পানি মুনাফা থেকে লোকসানে পতিত হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড, সায়হাম কটন, খুলনা পাওয়ার, রহিমা ফুড, ডেল্টা স্পিনার্স, আরগন ডেনিমস, সেন্ট্রাল ফার্মা, গ্লোবাল হেভী কেমিক্যাল, ওয়াইম্যাক্স ইলেকট্রোড ও জাহিন স্পিনিং।

নিম্নে মুনাফায় থাকা কোম্পানিগুলোর ইপিএস উত্থান-পতনের চিত্র তুলে ধরা হল-

কোম্পানির নামইপিএস (জুলাই-ডিসে. ২১)ইপিএস (জুলাই-ডিসে. ২০)হ্রাস-বৃদ্ধির হার
পেপার প্রসেসিং২.২১০.০৪৫৪২৫%
ইনফরমেশন সার্ভিসেস০.২৬০.০২১২০০%
মনোস্পুল পেপার১.১৪০.১৮৫৩৩%
স্কয়ার টেক্সটাইল৪.৬৮০.৭৯৪৯২%
আনোয়ার গ্যালভানাইজিং৭.৬৩১.৫৯৩৮০%
বাংলাদেশ বিল্ডিং০.৯৬০.২১৩৫৭%
বেক্সিমকো৮.৬৭১.৯২৩৫২%
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট০.৩৬০.০৯৩০০%
ইউনিক হোটেল০.২৪(০.১২)৩০০%
এনভয় টেক্সটাইল১.৩৭০.৩৭২৭০%
এএফসি অ্যাগ্রো০.৩৩০.০৯২৬৭%
ন্যাশনাল টি৮.৬৬২.৪১২৫৯%
আইসিবি এএমসিএল ২য়০.৫২০.১৫২৪৭%
ম্যাকসন স্পিনিং১.৭৬০.৫১২৪৫%
আইএফআইএল ১০.২৪০.০৭২৪৩%
ফারইস্ট নিটিং০.৪৩০.১৩২৩১%
ফরচুন সুজ২.০৮০.৬৫২২০%
দেশ গার্মেন্টস০.৫৪(০.৪৬)২১৭%
শেফার্ড ইন্ডাস্ট্রিজ০.৬৩(০.৫৮)২০৯%
বঙ্গজ০.০৯০.০৩২০০%
দেশবন্ধু পলিমার০.৩৩(০.৩৪)১৯৭%
জেমিনি সী ফুড৫.১২(৭.৯২)১৬৫%
মতিন স্পিনিং৫.৫৪২.১১১৬৩%
আইসিবি এমপ্লয়ীজ ১০.৩৮০.১৫১৫৩%
মুন্নু ফেব্রিকস০.০৫০.০২১৫০%
আরডি ফুড০.৭৭০.৩১১৪৮%
ইন্ট্র্যাকো রিফুয়েলিং০.৬৭০.২৯১৩১%
আইসিবি১.৭৪০.৭৭১২৬%
সোনারগাঁও টেক্সটাইল০.২০(০.৮৭)১২৩%
বীচ হ্যাচারি০.০২(০.১০)১২০%
হামিদ ফেব্রিকস০.১৮(০.৯৭)১১৯%
সায়হাম টেক্সটাইল০.৭০০.৩২১১৯%
প্রাইম টেক্সটাইল০.৩০(১.৭৩)১১৭%
শাশাঁ ডেনিমস০.৯১০.৪৩১১২%
এপেক্স ট্যানারি০.১৬(১.৩৩)১১২%
গোল্ডেন হার্ভেষ্ট০.০৫(০.৬৩)১০৮%
বিকন ফার্মা২.৫৯১.২৬১০৬%
অলটেক্স০.১২(২.২৮)১০৫%
তশরিফা ইন্ডাস্ট্রিজ০.৪৩০.২১১০৫%
আইসিবি অগ্রনী ১০.৫১০.২৫১০৪%
সাফকো স্পিনিং০.০৪(৪.৪৩)১০১%
বিডি ল্যাম্পস৪.৪২২.২১১০০%
এসিআই৫.৫১২.৭৭৯৯%
মালেক স্পিনিং১.৯২১.০২৮৮%
আইসিবি ৩য় এনআরবি০.৩১০.১৭৮২%
বিডিকম০.৭৫০.৪৩৭৪%
কপারটেক ইন্ডাস্ট্রিজ০.৮২০.৪৯৬৭%
বিএসআরএম স্টিল৫.৩৪৩.২০৬৭%
ডেসকো০.৫১০.৩১৬৫%  
বিএসআরএম লিমিটেড৮.১১৪.৯৪৬৪%
আমরা টেকনোলজিস১.১৬০.৭১৬৩%
এসিআই ফরমূলেশনস৩.৭১২.৩৬৫৭%
এপেক্স ফুডস১.১০০.৭০৫৭%
বাংলাদেশ সাবমেরিন৬.২৮৪.০১৫৭%
জেনেক্স ইনফোসিস২.৭৪১.৯০৪৪%
ন্যাশনাল পলিমার১.২৭০.৮৮৪৪%
বেক্সিমকো ফার্মা৭.১২৪.৯৫৪৪%
বসুন্ধরা পেপার১.০৪০.৭৩৪২%
তমিজউদ্দিন টেক্সটাইল২.৬০১.৮৩৪২%
একটিভ ফাইন০.২১০.১৫৪০%
একমি ল্যাব৫.১৭৩.৭৪৩৮%
কে অ্যান্ড কিউ০.২২০.১৬৩৮%
প্রাইম ব্যাংক ফার্স্ট ফান্ড০.৪৭০.৩৪৩৮%
আইসিবি সোনালি ১০.৪৯০.৩৬৩৬%
জিপিএইচ ইস্পাত২.১৭১.৫৯৩৬%
হা-ওয়েল টেক্সটাইল১.৭৪১.৩০৩৪%
মেট্রো স্পিনিং০.৮৫০.২০৩৩%
ইস্টার্ন হাউজিং২.৬৪১.৯৮৩৩%
ফার্মা এইড১০.৬৯৮.০৫৩৩%
প্যারামাউন্ট টেক্সটাইল২.৯৭২.৩২২৮%
ইউনাইটেড পাওয়ার১১.৮৪৯.৫০২৫%
কুইন সাউথ০.৬১০.৪৯২৪%
নিউ লাইন ক্লোথিংস১.০৯০.৮৮২৪%
ওরিয়ন ইনফিউশনস০.৯৮০.৭৯২৪%
স্কয়ার ফার্মা১০.৮৮৮.৭৬২৪%
লিগ্যাচি ফুটওয়্যার০.১১০.০৯২২%
এস্কয়ার নিট১.৩৭১.১৩২১%
ই-জেনারেশন০.৭৮০.৬৫২০%
এইচআর টেক্সটাইল১.০৯০.৯১২০%
সী পার্ল০.৭২০.৬০২০%
বার্জার পেইন্টস৪৩.১৮৩৬.০৩২০%
অগ্নি সিস্টেমস০.৫৭০.৪৮১৯%
গ্রামীণ ওয়ান০.৮৭০.৭৪১৮%
এপেক্স ফুটওয়্যার৪.০৫৩.৫০১৬%
রিল্যায়েন্স ওয়ান ফান্ড০.৪৯০.৪৩১৪%
রেনাটা২৫.৬২২২.৩৯১৪%
বারাকা পাওয়ার১.৬৯১.৫০১৩%
কোহিনুর কেমিক্যাল৫.৩৭৪.৭৭১৩%
মেঘনা সিমেন্ট০.৯৬০.৮৬১২%
আমান ফিড১.৮৫১.৬৬১১%
এনার্জিপ্যাক পাওয়ার১.০২০.৯২১১%
শাহজিবাজার পাওয়ার৩.৩২৩.০২১০%
লাভেলো০.৫৫০.৫০১০%
পাওয়ার গ্রীড২.৭৫২.৫১১০%
সামিট অ্যালায়েন্স পোর্ট০.৪৫০.৪১১০%
প্রাণ৪.৩৫৪.০২৮%
রহিম টেক্সটাইল১.৪৬১.৩৫৮%
আইটি কনসালটেন্টস০.৮৪০.৭৮৮%
মবিল যমুনা৩.৩৭৩.৬৪৭%
কেডিএস এক্সেসরিজ১.১৮১.১১৬%
ড্যাফোডিল কম্পিউটার্স০.৩৬০.৩৪৬%
বিডি অটোকারস০.২৬০.২৫৪%
পদ্মা অয়েল১১.৬৭১১.২০৪%
এডিএন টেলিকম১.২৩১.২০৩%
এপেক্স স্পিনিং১.৮১১.৭৫৩%
জেএমআই সিরিঞ্জ২.৯০২.৮৮১%
তিতাস গ্যাস১.৪৪১.৪৩১%
ভিএফএস থ্রেড০.৮৮০.৮৭১%
রংপুর ফাউন্ড্রি২.১৯২.১৭১%
শাইনপুকুর সিরামিকস০.১০০.১০০০%
ওরিয়ন ফার্মা২.০২২.০৩০০%
নাহি অ্যালুমিনিয়াম১.১২১.১৩(১%)
এমবি ফার্মা০.৩৪০.৩৫(৩%)
ড্রাগণ সোয়েটার০.৬৬০.৬৮(৩%)
বারাকা পতেঙ্গা১.৮৬১.৯৭(৬%)
সিলভা ফার্মা০.৫০০.৫৪(৭%)
শমরিতা হসপিটাল১.২৬১.৩৫(৭%)
এশিয়ান টাইগার ফান্ড০.৭১০.৭৮(৯%)
এসোসিয়েটেড অক্সিজেন০.৯৪১.০৫(১০%)
রানার অটো১.৪৯১.৬৫(১০%)
মুন্নু সিরামিকস০.৬৪০.৭২(১১%)
একমি পেস্টিসাইডস০.৯৯১.১১(১১%)
যমুনা অয়েল৮.৪৩৯.৬৪(১৩%)
বিবিএস কেবলস২.৫২২.৮৯(১৩%)
মীর আখতার১.৫৫১.৭৮(১৩%)
এডভেন্ট ফার্মা০.৬৮০.৭৯(১৪%)
আমান কটন০.৫৫০.৬৫(১৫%)
কনফিডেন্স সিমেন্ট৫.৭৭৬.৯৬(১৭%)
মুন্নু অ্যাগ্রো০.৮৫১.০৬(২০%)
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ০.৫৮০.৭৩(২১%)
বেঙ্গল উইন্ডোসর০.২৯০.৩৭(২২%)
ইনডেক্স অ্যাগ্রো২.৬৩৩.৩৬(২২%)
জিবিবি পাওয়ার০.৬০০.৭৭(২২%)
ইন্দোবাংলা ফার্মা০.৫১০.৬৬(২৩%)
এমবিএল ফার্স্ট ফান্ড (৯ মাস)০.৪৭০.৬২(২৪%)
আমরা নেট০.৯৪১.২৫(২৫%)
সামিট পাওয়ার২.০২২.৮১(২৮%)
প্যাসিফিক ডেনিমস০.২৩০.৩৩(৩০%)
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ৩.৬১৫.৩৭(৩৩%)
আল-হাজ্ব টেক্সটাইল০.১২০.১৮(৩৩%)
নাভানা সিএনজি০.১১০.১৭(৩৫%)
এমএল ডাইং০.৩৫০.৫৭(৩৯%)
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ০.৪৩০.৭০(৩৯%)
ওয়াটা কেমিক্যাল২.৫২৪.১১(৩৯%)
ইফাদ অটোজ০.৯৭১.৬৬(৪২%)
এসকে ট্রিমস০.৪৯০.৮৬(৪৩%)
ইস্টার্ন লুব্রিকেন্টস২.৯৬৫.৮০(৪৯%)
ইবিএল এনআরবি ফান্ড০.৮৩১.৮৪(৫৫%)
আইএফআইসি ফার্স্ট ফান্ড০.৭৬১.৭২(৫৬%)
সিএপিএম বিডিবিএল০.৪২১.০৮(৬১%)
ডমিনেজ০.২৮০.৭৪(৬২%)
এমআই সিমেন্ট০.৭৫২.০৩(৬৩%)
এসইএমএল আইবিবিএল ফান্ড০.৫৯১.৫৮(৬৩%)
এআইবিএল ফার্স্ট ফান্ড (৯ মাস)০.৩৯১.০৬(৬৩%)
সিএপিএম আইবিবিএল০.৩৭১.০২(৬৪%)
গ্রীণ ডেল্টা ফান্ড০.৩২০.৯২(৬৫%)
ইবিএল ফার্স্ট ফান্ড০.৫৫১.৬২(৬৬%)
এসআলম কোল্ড রোল্ড০.২১০.৬৫(৬৮%)
পপুলার লাইফ ফার্স্ট ফান্ড০.৪৬১.৫২(৭০%)
ট্রাস্ট ব্যাংক ১০.৫৭১.৯১(৭০%)
ফার্স্ট বাংলাদেশ ফান্ড০.৫১১.৭৬(৭১%)
ডিবিএইচ ফার্স্ট ফান্ড০.৩০১.০৬(৭২%)
এবি ব্যাংক ফার্স্ট ফান্ড০.৪৬১.৯৫(৭৬%)
পিএইচপি ফার্স্ট ফান্ড০.৪০১.৬৭(৭৬%)
ফার্স্ট জনতা ফান্ড০.৩৯১.৬১(৭৬%)
এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড০.৩৮১.৬০(৭৬%)
এলআর গ্লোবাল ফান্ড (৩ মাস)০.১১০.৪৬(৭৬%)
কাশেম ইন্ডাস্ট্রিজ০.২১১.১১(৮১%)
এনএলআই ফার্স্ট ফান্ড০.৩৫১.৯৯(৮২%)
ভ্যানগার্ড এএমএল বিডি ১ (৩ মাস)০.১১১.০৮(৯০%)
প্রিমিয়ার সিমেন্ট০.২৩২.৫১(৯১%)

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত ২০৬টি কোম্পানির মধ্যে ১৩টির আগের অর্থবছরের প্রথমার্ধের তুলনায় লোকসান কমে এসেছে। এরমধ্যে সবচেয়ে বেশি হারে লোকসান কমেছে জেনারেশন নেক্সট ফ্যাশনের। এ কোম্পানিটির লোকসান কমেছে ৮৩ শতাংশ। এছাড়া ফাইন ফুডসের ৮১ শতাংশ ও জিকিউ বলপেনের ৬৬ শতাংশ হারে লোকসান কমেছে।

নিম্নে লোকসানি কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নামইপিএস (জুলাই-ডিসে. ২১)ইপিএস (জুলাই-ডিসে. ২০)লোকসান হ্রাস-বৃদ্ধির হার
জেনারেশন নেক্সট(০.০১)(০.০৬)৮৩%
ফাইন ফুডস(০.০৩)(০.১৬)৮১%
জিকিউ বলপেন(১.৬৯)(৪.৯৭)৬৬%
উসমানিয়া গ্লাস(১.৫৭)(৩.৩৫)৫৩%
তুং হাই নিটিং(০.১৪)(০.২৯)৫২%
আরএন স্পিনিং(০.০৬)(০.১২)৫০%
অলিম্পিক এক্সেসরিজ(০.১১)(০.২২)৫০%
ইস্টার্ন কেবলস(১.৮১)(৩.২৯)৪৫%
এটলাস বাংলাদেশ(০.৯২)(১.৪৬)৩৭%
ইভিন্স টেক্সটাইল(০.২০)(০.৩০)৩৩%
শ্যামপুর সুগার(৪৪.১৫)(৪৯.২২)১০%
জুট স্পিনার্স(২১.৬৭)(২২.৩২)৩%
সিভিও(১.১৬)(১.১৭)১%
জিল বাংলা সুগার(৩৭.০৯)(৩৬.৮৬)(১%)
রেনউইক যজ্ঞেশ্বর(৯.৭৭)(৮.৭০)(১২%)
জাহিনটেক্স(১.৬২)(১.৩১)(২৪%)
খান ব্রাদার্স(০.১২)(০.০৯)(৩৩%)
স্ট্যান্ডার্ড সিরামিকস(২.৩০)(১.৫০)(৫৩%)
দুলামিয়া কটন(০.৫৮)(০.৩৩)(৭৬%)
আফতাব অটো(০.২৯)(০.১৬)(৮১%)
হাক্কানি পাল্প(০.৮৬)(০.৪৩)(১০০%)
ন্যাশনাল ফিড(০.০১)০.৫৫(১০২%)
সায়হাম কটন(০.০২)০.৩৭(১০৫%)
খুলনা পাওয়ার(০.১৮)১.৫৭(১১১%)
রহিমা ফুড(০.০৩)০.০৮(১৩৮%)
ডেল্টা স্পিনার্স(০.০৫)০.০৭(১৭১%)
আরগন ডেনিমস(০.৪৮)০.৬৪(১৭৫%)
সেন্ট্রাল ফার্মা(০.১৮)০.১৬(২১৩%)
গ্লোবাল হেভী কেমিক্যাল(০.৪৮)০.৩৯(২২৩%)
ন্যাশনাল টিউবস(০.২৩)(০.০৬)(২৮৩%)
স্টাইলক্রাফট(৪.২০)(১.০৮)(২৮৯%)
ফার কেমিক্যাল(০.১৬)(০.০৩)(৪৩৩%)
ওয়াইম্যাক্স ইলেকট্রোড(০.৭৭)০.০৮(১০৬৩%)
জাহিন স্পিনিং(০.৪৪)০.০২(২৩০০%)
খুলনা প্রিন্টিং(২.৯৯)(০.১০)(২৮৯০%)

আলোচিত সময়ে লোকসানের পাশাপাশি ব্যবসায় সবচেয়ে বেশি হারে অবনমন হয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। এ কোম্পানিটির আগের বছরের একই সময়ের তুলনায় লোকসান বেড়েছে ২৮৯০ শতাংশ হারে। এরপরে ২৩০০ শতাংশ পতন হয়ে ২য় অবস্থানে রয়েছে জাহিন স্পিনিং। আর ৩য় অবস্থানে থাকা ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ১০৬৩ শতাংশ হারে ব্যবসায় পতন হয়েছে।

বিজনেস আওয়ার/০২ ফেব্রুয়ারি, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: