বিজনেস আওয়ার প্রতিবেদক: কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সেলিনা হোসেনকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম গত বছরের ৩০ নভেম্বর মারা যান। এরপর থেকে পদটি খালি ছিল।
১৯৯৭ সালে বাংলা একাডেমির প্রথম নারী পরিচালক হন একুশে পদকপ্রাপ্ত ঔপন্যাসিক সেলিনা হোসেন। ২০০৪ সালের ১৪ জুন চাকরি থেকে অবসর নেন। ২০১৪ সালে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পান তিনি।
বিজনেস আওয়ার/০৩ ফেব্রুয়ারি,২০২২/এএইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: