বিজনেস আওয়ার প্রতিবেদক: ৬৪৯ মেট্রেক টন ইউরিয়া সার বোঝাই একটি জাহাজ যশোরের অভয়নগর সংলগ্ন ভৈরব নদে ডুবে গেছে। বুধবার দিবাগত রাতে নওয়াপাড়া এলাকার পীরবাড়ি খেয়াঘাটের পাশে ভৈরব নদে এমভি শারিব বাঁধন নামের ওই জাহাজটি ডুবে যায়।
জাহাজে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কাতার থেকে আমদানি করা ৬৪০ মেট্রিক টন ইউরিয়া ছিল। চট্টগ্রাম ভিত্তিক শিপিং কোম্পানি টোটাল শিপিং ওই সার পরিবহন করছিল। এদিকে ইউরিয়া গলে ভৈরবের পানি দূষিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শিপিং কোম্পানি সূত্র জানায়, কাতার থেকে আমদানি করা ইউরিয়া বড় জাহাজে করে চট্টগ্রামে আনা হয়। সেখানে বড় জাহাজ থেকে ৬৮০ মেট্রিক টন (১৩ হাজার ৫০০ বস্তা) ইউরিয়া ছোট জাহাজ এমভি শারিব বাঁধনে ভরা হয়। গত ২১ জানুয়ারি জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে রওনা হয়ে ২৫ জানুয়ারি অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি খেয়াঘাটে নোঙ্গর করে। সার নামানোর জন্য গতকাল বুধবার দুপুরে জাহাজটি তীরের কাছাকাছি আনা হয়। আজ বৃহস্পতিবার সকালে সার ঘাটে নামানোর কথা ছিল।
বিজনেস আওয়ার/০৩ ফেব্রুয়ারি,২০২২/এএইচ