বিজনেস আওয়ার প্রতিবেদক : না ফেরার দেশে চলে গেছেন আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত জানুয়ারিতে নাজমুল আহাসান আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান। ৯ জানুয়ারি তার শপথ নেওয়ার কথা থাকলেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় শপথ নিতে উপস্থিত হতে পারেননি তিনি।
বিচারক এফ আর এম নাজমুল আহাসান ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী হন।
বিজনেস আওয়ার/০৪ ফেব্রুয়ারি, ২০২২/কমা