বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলা একাডেমির সভাপতি পদে নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
সেলিনা হোসেন প্রথম জীবনে কবিতা দিয়ে সাহিত্যচর্চা শুরু করেন। ১৯৬৯ সালে প্রকাশিত হয় প্রথম গল্পগ্রন্থ ‘উৎস থেকে নিরন্তর’। এ বছর প্রবন্ধের জন্য তিনি ডক্টর এনামুল হক স্বর্ণপদক পান। তিনি বাংলা সাহিত্যে যে বিপুল ও সমৃদ্ধ লেখা উপহার দিয়েছেন তা আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তাঁর লেখা সমাজ মনস্কতা ও বৈচিত্র্য নির্দেশ করে।
সেলিনা হোসেন ১৯৭০ সালে বাংলা একাডেমির গবেষণা সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৭ সালে বাংলা একাডেমির প্রথম মহিলা পরিচালক নিযুক্ত হন। তিনি দীর্ঘ সময় উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, শিশু-কিশোর সাহিত্য, সম্পাদনাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রেখে চলেছেন। তাঁর উপন্যাস ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে।
সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ সেলিনা হোসেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ফিলিপস্ সাহিত্য পুরস্কার, ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।
উল্লেখ্য গত বছর ৩০ নভেম্বর বাংলা একাডেমির সভাপতি শিক্ষাবিদ, গবেষক অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারা যান। সেই শূন্য পদে সেলিনা হোসেনকে নিয়োগ দেওয়া হলো।
বিজনেস আওয়ার/০৪ ফেব্রুয়ারি, ২০২২/কমা