বিজনেস আওয়ার প্রতিবেদক: সারাদেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৯ জনের। একদিনে মৃতদের মধ্যে ২১ জন পুরুষ এবং ১৫ জন নারী।
শনিবার বিকেলের দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৭৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৭৪ জনের নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.৮৩ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিলো ২২.৯৫ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ।
বিজনেস আওয়ার/০৫ ফেব্রুয়ারি,২০২২/এএইচ