1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচন করবে না
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন

নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচন করবে না

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় এবং নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। অতীতেও হয়নি। এরকম নির্বাচনে বিএনপি কখনও অংশ নেবে না।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে দলের গুলশান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটি দিয়ে গঠিত নির্বাচন কমিশন দিয়েও সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ এই কমিটির প্রায় সবাই আওয়ামী লীগের সঙ্গে ছিলেন এবং আছেন।

নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। এ কারণে গঠিত অনুসন্ধান কমিটির বিষয়ে বিএনপি কোনো আগ্রহ প্রকাশ করতে চায় না। বিএনপি মনে করে এই প্রক্রিয়া সম্পূর্ণ অর্থহীন ও অগ্রহণযোগ্য। যাদের সমন্বয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে তাদের প্রায় সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের সঙ্গে জড়িত।

কমিটির প্রধান ওবায়দুল হাসান জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদে ছিলেন। তার বাবা ছিলেন আওয়ামী লীগ মনোনীত গণপরিষদ সদস্য। ওবায়দুল হাসানের ছোট ভাই সাজ্জাদ হোসেন প্রধানমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালন করেছেন।

বিজনেস আওয়ার/০৮ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ