ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শতভাগ যাত্রী নিয়ে চলাচল করবে ট্রেন

  • পোস্ট হয়েছে : ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • 69

বিজনেস আওয়ার প্রতিবেদক : শতভাগ যাত্রী নিয়ে আজ (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত রবিবার (৬ ফেব্রুয়ারি) রেলওয়ের উপ-পরিচালক (টিসি) নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, ৯ ফেব্রুয়ারি থেকে আন্তঃনগর ট্রেনে শতভাগ টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ অনলাইনে পাওয়া যাবে। তবে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আদেশে বলা হয়, সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ নিম্নমুখী। টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ করোনা প্রতিরোধী টিকা গ্রহণ করে বিভিন্ন স্থানে গমন করছেন। ফলে ট্রেনে যাত্রীর চাপ বাড়ছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে যাত্রীদের চাহিদা পূরণ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই আন্তঃনগর ট্রেনসমূহের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে। এছাড়া আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণ বন্ধ থাকবে।

বিজনেস আওয়ার/০৯ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শতভাগ যাত্রী নিয়ে চলাচল করবে ট্রেন

পোস্ট হয়েছে : ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : শতভাগ যাত্রী নিয়ে আজ (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত রবিবার (৬ ফেব্রুয়ারি) রেলওয়ের উপ-পরিচালক (টিসি) নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, ৯ ফেব্রুয়ারি থেকে আন্তঃনগর ট্রেনে শতভাগ টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ অনলাইনে পাওয়া যাবে। তবে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আদেশে বলা হয়, সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ নিম্নমুখী। টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ করোনা প্রতিরোধী টিকা গ্রহণ করে বিভিন্ন স্থানে গমন করছেন। ফলে ট্রেনে যাত্রীর চাপ বাড়ছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে যাত্রীদের চাহিদা পূরণ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই আন্তঃনগর ট্রেনসমূহের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে। এছাড়া আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণ বন্ধ থাকবে।

বিজনেস আওয়ার/০৯ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: