বিজনেস আওয়ার প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় রাজাশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। বুধবার (০৯ ফেব্রুয়ারি) রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতের মধ্যে তিনজন রাজশাহী জেলার বাসিন্দা। অপরজন পাবনা জেলার বাসিন্দা।
রামেকের দুই ল্যাবে মোট ৪৬৮টি নমুনা পরীক্ষায় ১৩৪ জন শনাক্ত হন। এর মধ্যে রামেক হাসপাতালের ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষায় ৩৫ জন শনাক্ত হন। অপরদিকে মেডিকেল কলেজ ল্যাবে মোট ৩৭৫টি নমুনা পরীক্ষায় ৯৯ জন শনাক্ত হন। গত ২৪ ঘণ্টায় চারজন নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।
বর্তমানে মোট ৬০ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ৪৫ জন ও করোনা উপসর্গের রোগীর সংখ্যা ১৫ জন।
বিজনেস আওয়ার/০৯ ফেব্রুয়ারি, ২০২২/কমা