বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে বসবাসকারী বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের উপর নির্ধারিত হারে কর কাটার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কর হারে অনিয়ম হলে মাসিক দুই শতাংশ হারে অতিরিক্ত কর আদায়ের কথাও বলা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারটি বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। এর সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা সম্বলিত একটি চিঠি যুক্ত করা হয়েছে।
সার্কুলারে ইনভয়েস মূল্য রেমিট করার ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৬ ধারা অনুযায়ী যে পরিমাণ টাকা রেমিট করা হচ্ছে তা থেকে প্রযোজ্য হারে কর কর্তনপূর্বক অবশিষ্ট টাকা রেমিটের নির্দেশনা দেওয়া হয়েছে।
একইসঙ্গে ইনভয়েসের মূল্য পরিশোধের ক্ষেত্রে কর্তিত এবং জমাকৃত করের পরিমাণ সূত্র সহকারে উদাহরণসহ ব্যাখ্যা করা হয়েছে। এছাড়া কতিপয় খাত বাবদ পরিশোধযোগ্য অর্থের বিপরীতে প্রযোজ্য ক্ষেত্রে করহার স্পষ্টীকরণ করা হয়েছে।
উল্লেখ্য, সেবার ধরন অনুযায়ী বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ৬ খাতের আয় থেকে সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ কর কাটা যাবে।
বিজনেস আওয়ার/১০ ফেব্রুয়ারি, ২০২২/কমা