ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

  • পোস্ট হয়েছে : ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • 41

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বৃষ্টির কারণে শীত বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

শাহীনুল ইসলাম বলেন, আজ সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপরে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান আছে।

গতকাল তিনটি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে শৈত্যপ্রবাহ না থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিভাগের বাইরেও অন্য তিন বিভাগে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, আজ এবং কাল দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আবর শীত বাড়বে। তবে ১৫ থেকে ১৬ ফেব্রুয়ারির পর এই মৌসুমের শীত বিদায় নেবে।

বিজনেস আওয়ার/১০ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

পোস্ট হয়েছে : ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বৃষ্টির কারণে শীত বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

শাহীনুল ইসলাম বলেন, আজ সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপরে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান আছে।

গতকাল তিনটি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে শৈত্যপ্রবাহ না থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিভাগের বাইরেও অন্য তিন বিভাগে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, আজ এবং কাল দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আবর শীত বাড়বে। তবে ১৫ থেকে ১৬ ফেব্রুয়ারির পর এই মৌসুমের শীত বিদায় নেবে।

বিজনেস আওয়ার/১০ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: