বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রা কেউ যাতে থামাতে না পারে, সেজন্য সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩২তম জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন। গাজীপুরে আনসার একাডেমির সমাবেশে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের একটি লোকও ভূমিহীন, গৃহহীন থাকবে না। প্রতিটি ঘরে আলো জ্বলবে। আজকে তা বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশের এই অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে, সবাই প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
‘২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়েছি, যাতে বাংলাদেশ অগ্রযাত্রা কেউ কখনো থামাতে না পারে। আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব। মাথাপিছু আয় বেড়েছে। প্রবৃদ্ধি বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। অর্থনীতিও যথেষ্ট শক্তিশালী হয়েছে’,
আনসারদের জন্য সরকারের উদ্যোগ তুলে ধরে শেখ হাসিনা বলেন, অফিসারদের পাশাপাশি আনসার সদস্যদের জন্য বিদেশে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। আনসারদের রেশনের সঙ্গে অতিরিক্ত ডাল-চিনি দেওয়া হচ্ছে। বেতন বৈষম্য দূর করা হয়েছে। এই বাহিনীর উন্নয়নের জন্য আনসার ওয়েলফেয়ার ট্রাষ্ট গঠন করা হয়েছে।
বিজনেস আওয়ার/১০ ফেব্রুয়ারি, ২০২২/কমা