বিজনেস আওয়ার প্রতিবেদক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত বর্তমানে একের পর এক ওয়েব সিরিজে অভিনয় করছেন। বর্তমান তিনি সোশ্যাল মিডিয়াতেও দারুন জনপ্রিয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে উঠেছে স্বস্তিকার হট ছবি পোস্ট করা নিয়ে। ছবিতে স্বস্তিকাকে দেখা গেছে, ছেঁড়া জিন্সের শার্টে। শার্টের প্রায় বেশিরভাগ বোতাম খোলা। ফলে স্পষ্ট দেখা যাচ্ছে অন্তর্বাস। এমনকি স্পষ্ট বক্ষ বিভাজিকা। এমন ছবি দেখে কটাক্ষ ধেয়ে এসেছে তাঁর দিকে আবার ছবিতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেক অনুরাগী, সহকর্মী-বন্ধুরা। । একেক জন একেক মন্তব্য করেছেন তার এই ছবিতে। একজন লিখেছেন , ‘এমনিই তো যথেষ্ট সুন্দর। এসব ছবি না দিলেও হয়।’ কেউ লিখেছেন, ‘ভদ্র পোশাক নেই? কোথায় কী পোশাক পরতে হয় সেই জ্ঞানটুকুও বোধহয় স্বস্তিকা হারিয়ছেন!’
এসবের জবাবে তিনি লিখেছেন, ‘আপনার কথা শুনে মনে হচ্ছে আমি খুব বড় কোনো অপরাধ করে ফেলেছি ছবিটা ফেসবুকে আপলোড করে। এসব ছবি বলতে আপনি ঠিক কী বোঝাতে চাইলেন সেটা আমার কাছে স্পষ্ট হল না। চোখ, কান, নাক, মুখ, হাত, পা-এর মতো ক্লিভেজটাও মানুষের শরীরের একটা অংশ। সুন্দর একটা ছবি তোলা হয়েছে, আমি সেটা শেয়ার করেছি। পছন্দ না হয়, দেখবেন না।’অপর একজন ট্রোলারের জন্য স্বস্তিকার জবাব, ‘কোথায় বিকিনি বা সাঁতারের পোশাক পরতে হয় আর কোথায় ঢাকাই জামদানি, এটা বুঝি বলেই টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের ধারাবাহিকতা বজায় করে একজন সফল অভিনেত্রী হিসেবে নিজের অভিনয়ের ক্ষমতা দিয়ে কাজ করে চলেছি।’
বিজনেস আওয়ার/ ১০ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি