ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মানবতার পাশে অলয়

  • পোস্ট হয়েছে : ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
  • 86

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনা ভাইরাসের এ ক্রান্তিকালে বেকার হয়ে যারা সাময়িক সমস্যায় পড়েছেন কিন্তু কারো কাছে সরাসরি সাহায্য চাইতে পারছেন না, তাদের পাশে দাঁড়িয়েছে কিছু নিবেদিত প্রানের সমন্বয় অলয় (মানবতার পাশে)।

২২ মে পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা ও পাশাপাশি ঢাকার বাইরের ও কিছু জেলায় প্রায় ১১শ’রও বেশি নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের বাসায় জরুরি খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়েছে।

অলয় সাভার এর বিভিন্ন এলাকা ও ঢাকার প্রতিবন্ধি ১৭০ টি ব্যক্তির পরিবারের পাশে খাদ্য সামগ্রি নিয়ে পাশে দাড়িয়েছে। অলয় বেকার হয়ে পরা মিরপুর এলাকায় ২১টি গার্মেন্টস কর্মীদের পাশে দাড়িয়েছে।

এই খাদ্যসামগ্রীর উপহারে রয়েছে: পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, দুই কেজি আটা, দুই কেজি আলু, এক কেজি পেয়াজ ও একটি সাবান ইত্যাদি।

এছাড়াও আপন নিবাস বৃদ্ধাশ্রমে ৭৬জন মা এবং ২০জন স্বেচ্ছাসেবক নিয়ে ৯৬ জনের পরিবার ও সন্তানবিচ্ছিন্ন এই মায়েদের সাথে আগাম ঈদের আনন্দ ভাগাভাগি করতে “অলয়” (মানবতার পাশে) আপন নিবাসে একদিনের খাবারের পাশাপাশি ঈদের দিনের খাবারগুলো পৌছে দিয়েছে, যেন তাদের মুখ একটু ঘরের প্রশান্তি দেয়-সেই চেষ্টায়।

রমজানের প্রতিদিন বিভিন্ন এলাকায় বস্তি, ভাসমান ও দুস্থ মানুষের মধ্যে রান্না করা খাবার, ইফতার ও সেহরি পৌছে দেয়ার চেষ্টা অব্যহত রেখেছে অলয় (মানবতার পাশে)। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অলয় (মানবতার পাশে) আরও বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছেন।

বিজনেস আওয়ার/২৩ মে, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মানবতার পাশে অলয়

পোস্ট হয়েছে : ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনা ভাইরাসের এ ক্রান্তিকালে বেকার হয়ে যারা সাময়িক সমস্যায় পড়েছেন কিন্তু কারো কাছে সরাসরি সাহায্য চাইতে পারছেন না, তাদের পাশে দাঁড়িয়েছে কিছু নিবেদিত প্রানের সমন্বয় অলয় (মানবতার পাশে)।

২২ মে পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা ও পাশাপাশি ঢাকার বাইরের ও কিছু জেলায় প্রায় ১১শ’রও বেশি নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের বাসায় জরুরি খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়েছে।

অলয় সাভার এর বিভিন্ন এলাকা ও ঢাকার প্রতিবন্ধি ১৭০ টি ব্যক্তির পরিবারের পাশে খাদ্য সামগ্রি নিয়ে পাশে দাড়িয়েছে। অলয় বেকার হয়ে পরা মিরপুর এলাকায় ২১টি গার্মেন্টস কর্মীদের পাশে দাড়িয়েছে।

এই খাদ্যসামগ্রীর উপহারে রয়েছে: পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, দুই কেজি আটা, দুই কেজি আলু, এক কেজি পেয়াজ ও একটি সাবান ইত্যাদি।

এছাড়াও আপন নিবাস বৃদ্ধাশ্রমে ৭৬জন মা এবং ২০জন স্বেচ্ছাসেবক নিয়ে ৯৬ জনের পরিবার ও সন্তানবিচ্ছিন্ন এই মায়েদের সাথে আগাম ঈদের আনন্দ ভাগাভাগি করতে “অলয়” (মানবতার পাশে) আপন নিবাসে একদিনের খাবারের পাশাপাশি ঈদের দিনের খাবারগুলো পৌছে দিয়েছে, যেন তাদের মুখ একটু ঘরের প্রশান্তি দেয়-সেই চেষ্টায়।

রমজানের প্রতিদিন বিভিন্ন এলাকায় বস্তি, ভাসমান ও দুস্থ মানুষের মধ্যে রান্না করা খাবার, ইফতার ও সেহরি পৌছে দেয়ার চেষ্টা অব্যহত রেখেছে অলয় (মানবতার পাশে)। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অলয় (মানবতার পাশে) আরও বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছেন।

বিজনেস আওয়ার/২৩ মে, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: