বিজনেস আওয়ার প্রতিবেদক : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১৩ ফেব্রুয়ারি রোববার। এদিন সকাল ১০টায় গণভবনে ভার্চুয়ালি ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন।
গত ২ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে অংশ নেন প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী।
এবার গ্রুপভিত্তিক তিনটি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাকি বিষয়গুলোর নম্বর এসএসসি এবং জেএসসির নম্বরের উপর ভিত্তি করে ফল দেয়া হবে। বিষয়ভিত্তিক ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেয়া হচ্ছে।
এবার নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। যাদের ২ লাখ ৫৪ হাজার ৮৩০ জন বিজ্ঞান, ৬ লাখ ৫৬ হাজার ১৩২ জন মানবিক ও ২ লাখ ২৭ হাজার ৫৫ জন বাণিজ্য বিভাগের।
এছাড়া ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন মাদ্রাসা এবং ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন কারিগরি শিক্ষাবোর্ডের।
বিজনেস আওয়ার/ ১০ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি