ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

৩ কোটি টাকা জরিমানা বিড়ালকে লাথি মারায়

  • পোস্ট হয়েছে : ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • 77

বিজনেস আওয়ার প্রতিবেদক : নিজের পোষা বিড়ালকে খেয়ালবশত লাথি মেরে বসেছিলেন ওয়েস্ট হাম ডিফেন্ডার কুর্ত জুমা। তাঁর ভাই ইয়োয়ান সেই ঘটনার ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন পরিবেশবাদীরা। কুর্ত জুমার শাস্তির দাবিতে দেড় লাখ মানুষ পিটিশনে সই করেন।
এমন প্রতিবাদের ফলে জুমার কপাল পুড়েছে। বড় অঙ্কের জরিমানার পাশাপাশি স্পন্সরও হারিয়েছেন।
ইয়োয়ানের পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, বাড়ির পোষা বিড়ালকে ফুটবলের মতো ভলি করছেন জুমা। এরপর বিড়ালটা দৌড়ে খাবার ঘরে লুকালে জুমা কিছু একটা ছুড়ে মারেন। পরে বিড়ালটার মুখ কষে চড়ও মারেন তিনি। এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে ইংল্যান্ডের প্রাণী অধিকার রক্ষা সংগঠন (আরএসপিসিএ) মাঠে নামে। জুমার বাসা থেকে দুটি পোষা বিড়াল নিজেদের হেফাজতে নিয়েছে আরএসপিসিএ। পাশাপাশি এসেক্স পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

জুমাকে আড়াই লাখ পাউন্ড বা তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। ঘটনা এটুকুই নয়, জুমার জন্য আরো দুঃখের খবর আছে। তাঁর স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাস এরই মধ্যে সরে দাঁড়িয়েছে। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘আমরা তদন্ত শেষে নিশ্চিত করছি, কুর্ত জুমা আর অ্যাডিডাসের চুক্তিবদ্ধ অ্যাথলেট নন। ‘ এ ছাড়া ওয়েস্ট হামের বিবৃতিতে বলা হয়, ‘কুর্ত এবং ক্লাব এ তদন্তে সহায়তা করছে। কুর্ত অনুশোচনায় দগ্ধ, ক্লাবের বাকি সবার মতো সে-ও ঘটনাটির গভীরতা বুঝতে পেরেছে। ‘

বিজনেস আওয়ার/ ১০ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

৩ কোটি টাকা জরিমানা বিড়ালকে লাথি মারায়

পোস্ট হয়েছে : ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : নিজের পোষা বিড়ালকে খেয়ালবশত লাথি মেরে বসেছিলেন ওয়েস্ট হাম ডিফেন্ডার কুর্ত জুমা। তাঁর ভাই ইয়োয়ান সেই ঘটনার ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন পরিবেশবাদীরা। কুর্ত জুমার শাস্তির দাবিতে দেড় লাখ মানুষ পিটিশনে সই করেন।
এমন প্রতিবাদের ফলে জুমার কপাল পুড়েছে। বড় অঙ্কের জরিমানার পাশাপাশি স্পন্সরও হারিয়েছেন।
ইয়োয়ানের পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, বাড়ির পোষা বিড়ালকে ফুটবলের মতো ভলি করছেন জুমা। এরপর বিড়ালটা দৌড়ে খাবার ঘরে লুকালে জুমা কিছু একটা ছুড়ে মারেন। পরে বিড়ালটার মুখ কষে চড়ও মারেন তিনি। এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে ইংল্যান্ডের প্রাণী অধিকার রক্ষা সংগঠন (আরএসপিসিএ) মাঠে নামে। জুমার বাসা থেকে দুটি পোষা বিড়াল নিজেদের হেফাজতে নিয়েছে আরএসপিসিএ। পাশাপাশি এসেক্স পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

জুমাকে আড়াই লাখ পাউন্ড বা তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। ঘটনা এটুকুই নয়, জুমার জন্য আরো দুঃখের খবর আছে। তাঁর স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাস এরই মধ্যে সরে দাঁড়িয়েছে। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘আমরা তদন্ত শেষে নিশ্চিত করছি, কুর্ত জুমা আর অ্যাডিডাসের চুক্তিবদ্ধ অ্যাথলেট নন। ‘ এ ছাড়া ওয়েস্ট হামের বিবৃতিতে বলা হয়, ‘কুর্ত এবং ক্লাব এ তদন্তে সহায়তা করছে। কুর্ত অনুশোচনায় দগ্ধ, ক্লাবের বাকি সবার মতো সে-ও ঘটনাটির গভীরতা বুঝতে পেরেছে। ‘

বিজনেস আওয়ার/ ১০ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: