বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেছে সার্চ কমিটি।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
বৈঠকে উপস্থিত আছেন- সিনিয়র সাংবাদিক আবেদ খান, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ৭১ টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, এনটিভির প্রধান বার্তা সম্পাদক জহিরুল আলম, সিনিয়র সাংবাদিক স্বদেশ রায়, সমকালের প্রকাশক এ কে আজাদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী সহ প্রমুখ।
এর আগে সকাল ১১টা ২০ মিনিটে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে বসে সার্চ কমিটি। ওই সভায় ২০ জনকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত হয়েছেন ১৪ জন।
উল্লেখ্য, কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।
বিজনেস আওয়ার/১২ ফেব্রুয়ারি, ২০২২/কমা