ঢাকা , বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তারই অংশ এই মানববন্ধন

  • পোস্ট হয়েছে : ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • 91

বিজনেস আওয়ার প্রতিবেদক : এবার জায়েদ খানের বিরুদ্ধে জমি ও স্থাপনা দখলের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী বেশ কিছু পরিবার। আজ সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ‘অন্তরজ্বালা’ সিনেমার শুটিংয়ের কথা বলে জয়েদ খান পিরোজপুর সদরে হিন্দুদের জমি ও ৪০ শয্যা বিশিষ্ট একটি ক্লিনিক দখল করেছেন চিত্রনায়ক। এর সাথে জায়েদ খানের ভাই ওবায়দুল হক পিন্টু ও শহীদুল হক মিন্টু।
জায়েদ খানের বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ দুঃখজনক ও হাস্যকর।
শিল্পী সমিতিতে যারা সহযোগী সদস্য হয়েছেন এবং যে গ্রুপটি নির্বাচন নিয়ে আমার বিরুদ্ধে কাজ করছে, বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে, আমাকে খুনের আসামি করার চেষ্টা, এমনকি নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত আমাকে নিয়ে যেসব ষড়যন্ত্র চলছে তারই অংশ বিশেষ পিরোজপুরে ক্লিনিক দখলের অভিযোগ এনে প্রেসক্লাবে দাঁড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এই ক্লিনিক এবং জায়গার সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই।’

তিনি আরও বলেন, ‘আমার মেজো ভাই সেই ক্লিনিকের অর্ধেক মালিক। বাকি অর্ধেক কেনার জন্য তাদের টাকা দেওয়া হয়েছে। কিন্তু সেই মহিলা টাকা নিয়ে রেজিস্ট্রি না দিয়ে ঘুরাচ্ছে৷ তারই ফলশ্রুতিতে মামলাটি চলমান৷ মালিকানা নিয়ে এটি আমার ভাইয়ের এবং তাদের বিষয়। এর সঙ্গে আমি কোনভাবে জড়িত নই। সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিনেমার গুটি কয়েক লোক, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে আবার তারাই পিরোজপুরে গিয়ে টাকা দিয়ে লোক ভাড়া করে এনে আমার বিরুদ্ধে ভিত্তিহীন খবর ছড়াচ্ছে, যা খুবই দুঃখজনক।’

বিজনেসে আওয়ার/১৩ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তারই অংশ এই মানববন্ধন

পোস্ট হয়েছে : ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : এবার জায়েদ খানের বিরুদ্ধে জমি ও স্থাপনা দখলের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী বেশ কিছু পরিবার। আজ সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ‘অন্তরজ্বালা’ সিনেমার শুটিংয়ের কথা বলে জয়েদ খান পিরোজপুর সদরে হিন্দুদের জমি ও ৪০ শয্যা বিশিষ্ট একটি ক্লিনিক দখল করেছেন চিত্রনায়ক। এর সাথে জায়েদ খানের ভাই ওবায়দুল হক পিন্টু ও শহীদুল হক মিন্টু।
জায়েদ খানের বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ দুঃখজনক ও হাস্যকর।
শিল্পী সমিতিতে যারা সহযোগী সদস্য হয়েছেন এবং যে গ্রুপটি নির্বাচন নিয়ে আমার বিরুদ্ধে কাজ করছে, বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে, আমাকে খুনের আসামি করার চেষ্টা, এমনকি নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত আমাকে নিয়ে যেসব ষড়যন্ত্র চলছে তারই অংশ বিশেষ পিরোজপুরে ক্লিনিক দখলের অভিযোগ এনে প্রেসক্লাবে দাঁড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এই ক্লিনিক এবং জায়গার সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই।’

তিনি আরও বলেন, ‘আমার মেজো ভাই সেই ক্লিনিকের অর্ধেক মালিক। বাকি অর্ধেক কেনার জন্য তাদের টাকা দেওয়া হয়েছে। কিন্তু সেই মহিলা টাকা নিয়ে রেজিস্ট্রি না দিয়ে ঘুরাচ্ছে৷ তারই ফলশ্রুতিতে মামলাটি চলমান৷ মালিকানা নিয়ে এটি আমার ভাইয়ের এবং তাদের বিষয়। এর সঙ্গে আমি কোনভাবে জড়িত নই। সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিনেমার গুটি কয়েক লোক, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে আবার তারাই পিরোজপুরে গিয়ে টাকা দিয়ে লোক ভাড়া করে এনে আমার বিরুদ্ধে ভিত্তিহীন খবর ছড়াচ্ছে, যা খুবই দুঃখজনক।’

বিজনেসে আওয়ার/১৩ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: