বিজনেস আওয়ার প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবিরে এক রোহিঙ্গা মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা। রবিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কুতুপালং ক্যাম্প-২ ব্লকে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম। সে কুতুপালং শিবিরের বাসিন্দা ও হাবিবুর রহমানের ছেলে। আহতরা হলেন- ক্যাম্পের হেড মাঝি মো. আমিন ও সাব মাঝি মো. জাফর।
ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক বলেন, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ হয়। খবর পেয়ে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। সেখান থেকে আবুল কালামকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিজনেস আওয়ার/১৪ ফেব্রুয়ারি, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: