ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলে দলই পেল না সাকিব

  • পোস্ট হয়েছে : ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • 30

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৯ আসরে খেলে দুইবার জিতেছেন শিরোপা। তবে ২০২২ আইপিএলে কোন দলই তাকে নেয়ার আগ্রহ দেখায়নি।

আইপিএল-২০২২ এর নিলামের প্রথম দিনে তাকে তোলা হলে আগ্রহ দেখায় না কেউ। বিশ্বেসেরা অলরাউন্ডার থাকেন অবিক্রিত। দ্বিতীয় দিনে আবার তোলা হয় তাকে। এবারও তাকে কিনতে আগ্রহ দেখায় না কেউ। আইপিএলে দল বাড়লেও বিশ্বসেরা অলরাউন্ডার অবিক্রিতই থাকলেন। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

সাকিব ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত দুটি দলের হয়ে আইপিএলের ৯ আসরে খেলেছেন। মাঝে কেবল ২০১৩ ও ২০২০ সালের আসরে খেলতে পারেননি নিষিদ্ধ থাকায়।

৯ আসরে সব মিলিয়ে সাকিব খেলেন ৭১ ম্যাচ। ব্যাট করার সুযোগ পান ৫২ ইনিংসে। ১৯.৮৩ গড়ে তিনি রান করেন ৭৯৩টি। ফিফটি মাত্র ২টি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ৬৬ রান। শূন্যরানে আউট হয়েছেন ৪ বার। বাউন্ডারি হাঁকিয়েছেন ৭৩টি। আর ছক্কা মেরেছেন ২১টি।

অন্যদিকে বল হাতে নিয়েছেন ৬৩ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন ৭.৪৪ করে। ৪ কিংবা ৫ উইকেটের দেখা পাননি একবারও।

২০১২ সালে ও ২০১৪ সালে কলকাটা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতেছিলেন তিনি।

বিজনেস আওয়ার/১৪ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আইপিএলে দলই পেল না সাকিব

পোস্ট হয়েছে : ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৯ আসরে খেলে দুইবার জিতেছেন শিরোপা। তবে ২০২২ আইপিএলে কোন দলই তাকে নেয়ার আগ্রহ দেখায়নি।

আইপিএল-২০২২ এর নিলামের প্রথম দিনে তাকে তোলা হলে আগ্রহ দেখায় না কেউ। বিশ্বেসেরা অলরাউন্ডার থাকেন অবিক্রিত। দ্বিতীয় দিনে আবার তোলা হয় তাকে। এবারও তাকে কিনতে আগ্রহ দেখায় না কেউ। আইপিএলে দল বাড়লেও বিশ্বসেরা অলরাউন্ডার অবিক্রিতই থাকলেন। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

সাকিব ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত দুটি দলের হয়ে আইপিএলের ৯ আসরে খেলেছেন। মাঝে কেবল ২০১৩ ও ২০২০ সালের আসরে খেলতে পারেননি নিষিদ্ধ থাকায়।

৯ আসরে সব মিলিয়ে সাকিব খেলেন ৭১ ম্যাচ। ব্যাট করার সুযোগ পান ৫২ ইনিংসে। ১৯.৮৩ গড়ে তিনি রান করেন ৭৯৩টি। ফিফটি মাত্র ২টি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ৬৬ রান। শূন্যরানে আউট হয়েছেন ৪ বার। বাউন্ডারি হাঁকিয়েছেন ৭৩টি। আর ছক্কা মেরেছেন ২১টি।

অন্যদিকে বল হাতে নিয়েছেন ৬৩ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন ৭.৪৪ করে। ৪ কিংবা ৫ উইকেটের দেখা পাননি একবারও।

২০১২ সালে ও ২০১৪ সালে কলকাটা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতেছিলেন তিনি।

বিজনেস আওয়ার/১৪ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: