ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

করোনার কারণে কিছু কিছু কাজে সফল হইনি : নুরুল হুদা

  • পোস্ট হয়েছে : ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • 67

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, গত পাঁচ বছরে আমরা নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছি। করোনার কারণে গত দুই বছর আমরা পিছিয়ে গেছি। এ জন্য কিছু কিছু কাজে আমরা সফল হইনি। তারপরও আমাদের চেষ্টা ছিলো।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের লেকভিউ চত্বরে বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, গত পাচঁ বছরে নির্বাচন কমিশনার হিসেবে কাজ করতে গিয়ে হয়তো কিছু ভুল থাকতে পারে। তবে আমি এবং আমার কমিশন চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করতে।

তিনি বলেন, আমরা এই পাঁচ বছরে দেশের জাতীয় সংসদের নির্বাচনসহ প্রায় ৬ হাজার ৬৯০টি নির্বাচন করেছি। বিভিন্ন কারণে কিছু বাকি রয়েছে।

উল্লেখ্য, সংবিধানের নির্দেশনা অনুযায় নির্বাচন কমিশনের মেয়াদ পাঁচ বছর। সে হিসেবে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি শপথ নেওয়া বর্তমান কমিশনের মেয়াদের শেষ দিন আজ। ইতোমধ্যে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়া চলছে।

বিজনেস আওয়ার/১৪ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনার কারণে কিছু কিছু কাজে সফল হইনি : নুরুল হুদা

পোস্ট হয়েছে : ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, গত পাঁচ বছরে আমরা নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছি। করোনার কারণে গত দুই বছর আমরা পিছিয়ে গেছি। এ জন্য কিছু কিছু কাজে আমরা সফল হইনি। তারপরও আমাদের চেষ্টা ছিলো।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের লেকভিউ চত্বরে বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, গত পাচঁ বছরে নির্বাচন কমিশনার হিসেবে কাজ করতে গিয়ে হয়তো কিছু ভুল থাকতে পারে। তবে আমি এবং আমার কমিশন চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করতে।

তিনি বলেন, আমরা এই পাঁচ বছরে দেশের জাতীয় সংসদের নির্বাচনসহ প্রায় ৬ হাজার ৬৯০টি নির্বাচন করেছি। বিভিন্ন কারণে কিছু বাকি রয়েছে।

উল্লেখ্য, সংবিধানের নির্দেশনা অনুযায় নির্বাচন কমিশনের মেয়াদ পাঁচ বছর। সে হিসেবে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি শপথ নেওয়া বর্তমান কমিশনের মেয়াদের শেষ দিন আজ। ইতোমধ্যে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়া চলছে।

বিজনেস আওয়ার/১৪ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: