ঢাকা , বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেন ছাড়ছে বিদেশিরা

  • পোস্ট হয়েছে : ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • 10

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউক্রেনের আকাশপথে বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কায় দেশটিতে বসবাসরত বিদেশিরা নিজ দেশে পাড়ি জমাতে শুরু করেছে। এ কারণে ইউক্রেনের রাজধানী কিয়েভ বিমানবন্দরে বিদেশিদের ভিড় বাড়ছে।

গত কয়েক মাস ধরে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার উত্তেজনা দেখা দিয়েছে। ইতোমধ্যে ইউক্রেন সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মস্কো। দুই দেশের মধ্যে এমন উত্তেজনার মধ্যেই নিরাপত্তার স্বার্থে সেখানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের ফিরে আসার নির্দেশ দিয়েছে অনেক রাষ্ট্রই। এরপর থেকেই কিয়েভ ছাড়তে শুরু করেন বিদেশিরা।

যুক্তরাষ্ট্র সতর্ক করে জানিয়েছে যে কোনো দিনই রাশিয়ার সেনারা ইউক্রেনে হামলা চালাতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা প্রকাশ করেছেন যে কোনো মুহূর্তে ইউক্রেনের আকাশে নিজেদের বিমান পাঠানো বন্ধ করে দিতে পারে বিমান সংস্থাগুলো। এছাড়াও ইউক্রেনের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত করেছে নেদারল্যান্ডসের এয়ারলাইনস কোম্পানি কেএলএম।

রাশিয়ার পরিকল্পনা নিয়ে একের পর এক গোয়েন্দা নথি প্রকাশ করায় যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে কিয়েভ। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমায়ার জেলেনস্কি বলেন, ‘এই সমস্ত তথ্য আমাদের উপকার করার চেয়ে মানুষের মধ্যে উদ্বেগ ছড়াচ্ছে বেশি।’

বিজনেস আওয়ার/১৪ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইউক্রেন ছাড়ছে বিদেশিরা

পোস্ট হয়েছে : ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউক্রেনের আকাশপথে বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কায় দেশটিতে বসবাসরত বিদেশিরা নিজ দেশে পাড়ি জমাতে শুরু করেছে। এ কারণে ইউক্রেনের রাজধানী কিয়েভ বিমানবন্দরে বিদেশিদের ভিড় বাড়ছে।

গত কয়েক মাস ধরে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার উত্তেজনা দেখা দিয়েছে। ইতোমধ্যে ইউক্রেন সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মস্কো। দুই দেশের মধ্যে এমন উত্তেজনার মধ্যেই নিরাপত্তার স্বার্থে সেখানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের ফিরে আসার নির্দেশ দিয়েছে অনেক রাষ্ট্রই। এরপর থেকেই কিয়েভ ছাড়তে শুরু করেন বিদেশিরা।

যুক্তরাষ্ট্র সতর্ক করে জানিয়েছে যে কোনো দিনই রাশিয়ার সেনারা ইউক্রেনে হামলা চালাতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা প্রকাশ করেছেন যে কোনো মুহূর্তে ইউক্রেনের আকাশে নিজেদের বিমান পাঠানো বন্ধ করে দিতে পারে বিমান সংস্থাগুলো। এছাড়াও ইউক্রেনের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত করেছে নেদারল্যান্ডসের এয়ারলাইনস কোম্পানি কেএলএম।

রাশিয়ার পরিকল্পনা নিয়ে একের পর এক গোয়েন্দা নথি প্রকাশ করায় যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে কিয়েভ। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমায়ার জেলেনস্কি বলেন, ‘এই সমস্ত তথ্য আমাদের উপকার করার চেয়ে মানুষের মধ্যে উদ্বেগ ছড়াচ্ছে বেশি।’

বিজনেস আওয়ার/১৪ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: