ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় কমেছে মৃত্যু ও শনাক্তের হার

  • পোস্ট হয়েছে : ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • 59

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭০৯তম দিনে শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জন।এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৬৯২ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। আগের দিন শনিবার শনাক্ত হয়েছিল ৪ হাজার ৮৩৮ জন।

এর আগে গত ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো এবং গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৬৮৯টি পরীক্ষায় ৪ হাজার ৬৯২ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৮৭ লাখ ৭২ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪২ লাখ ৫৭ হাজার ৪২৮টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩০ লাখ ২৯ হাজার ৭৭৮টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৩৭ জনসহ মোট ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৩৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৯ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ০৭ জন নারী। তাদের হাসপাতালে (সরকারি ১৫, বেসরকারি চার) মৃত্যু হয়েছে। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

বিজনেসে আওয়ার/১৪ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনায় কমেছে মৃত্যু ও শনাক্তের হার

পোস্ট হয়েছে : ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭০৯তম দিনে শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জন।এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৬৯২ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। আগের দিন শনিবার শনাক্ত হয়েছিল ৪ হাজার ৮৩৮ জন।

এর আগে গত ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো এবং গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৬৮৯টি পরীক্ষায় ৪ হাজার ৬৯২ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৮৭ লাখ ৭২ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪২ লাখ ৫৭ হাজার ৪২৮টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩০ লাখ ২৯ হাজার ৭৭৮টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৩৭ জনসহ মোট ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৩৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৯ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ০৭ জন নারী। তাদের হাসপাতালে (সরকারি ১৫, বেসরকারি চার) মৃত্যু হয়েছে। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

বিজনেসে আওয়ার/১৪ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: