ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আসন সংকট হবে না

  • পোস্ট হয়েছে : ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • 35

বিজনেস আওয়ার প্রতিবেদক : আমাদের দেশে উচ্চশিক্ষায় আসন প্রায় ১৪ লাখের মতো এবং ভর্তির অপেক্ষায় ১৩ লাখেরও কিছু বেশি। তবে এবার ভর্তিতে কোনো আসন সংকট হবে না, বলেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নিতে উপাচার্যদের সঙ্গে আলোচনা করছেন ইউজিসি।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন। শিক্ষার্থীদের ভাবনায় এখন উচ্চশিক্ষা। তাই তারা প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার। তবে কোন সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে তা এখনো পরিস্কার নয়।

ইউজিসির তথ্য অনুযায়ী, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৬০ হাজার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৩ হাজার ৬৭৫, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮ লাখ ৭২ হাজার ৮১৫, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ৬০ হাজার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৭৭ হাজার ৭৫৬, মেডিকেল ও ডেন্টাল কলেজে ১০ হাজার ৫০০, ঢাবি অধিভুক্ত সাত কলেজে ২৩ হাজার ৩৩০ সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আরো ১৫ হাজারের মতো আসন আছে।

তবে এবার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নতুন সংকট দেখা দিতে পারে পরীক্ষার প্রশ্নপত্রে। তিনটি মাত্র বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে এইচএসসি ও আলিম পরীক্ষা। বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত শিক্ষার্থীদের মেধা যাচাই করতে গোটা বই থেকে কঠিন প্রশ্ন করে থাকে। ফলে পছন্দের প্রতিষ্ঠানে আসন সংকটের পাশাপাশি প্রশ্নপত্রের সংকটেও পড়তে পারে তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এবারো বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা হবে। এক হাজারের মতো আসন কমানো হচ্ছে। পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে শিগগিরই বৈঠক হবে বলেও জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট বলছে, ভর্তি পরীক্ষা নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে। এখনো সিলেবাস নিয়ে সিদ্ধান্ত হয়নি।

বিজনেসে আওয়ার/১৪ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আসন সংকট হবে না

পোস্ট হয়েছে : ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : আমাদের দেশে উচ্চশিক্ষায় আসন প্রায় ১৪ লাখের মতো এবং ভর্তির অপেক্ষায় ১৩ লাখেরও কিছু বেশি। তবে এবার ভর্তিতে কোনো আসন সংকট হবে না, বলেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নিতে উপাচার্যদের সঙ্গে আলোচনা করছেন ইউজিসি।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন। শিক্ষার্থীদের ভাবনায় এখন উচ্চশিক্ষা। তাই তারা প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার। তবে কোন সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে তা এখনো পরিস্কার নয়।

ইউজিসির তথ্য অনুযায়ী, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৬০ হাজার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৩ হাজার ৬৭৫, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮ লাখ ৭২ হাজার ৮১৫, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ৬০ হাজার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৭৭ হাজার ৭৫৬, মেডিকেল ও ডেন্টাল কলেজে ১০ হাজার ৫০০, ঢাবি অধিভুক্ত সাত কলেজে ২৩ হাজার ৩৩০ সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আরো ১৫ হাজারের মতো আসন আছে।

তবে এবার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নতুন সংকট দেখা দিতে পারে পরীক্ষার প্রশ্নপত্রে। তিনটি মাত্র বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে এইচএসসি ও আলিম পরীক্ষা। বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত শিক্ষার্থীদের মেধা যাচাই করতে গোটা বই থেকে কঠিন প্রশ্ন করে থাকে। ফলে পছন্দের প্রতিষ্ঠানে আসন সংকটের পাশাপাশি প্রশ্নপত্রের সংকটেও পড়তে পারে তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এবারো বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা হবে। এক হাজারের মতো আসন কমানো হচ্ছে। পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে শিগগিরই বৈঠক হবে বলেও জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট বলছে, ভর্তি পরীক্ষা নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে। এখনো সিলেবাস নিয়ে সিদ্ধান্ত হয়নি।

বিজনেসে আওয়ার/১৪ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: