বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে বিনিয়োগ করার জন্য সাড়ে ২০ লাখ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব থাকলেও শেয়ার রয়েছে প্রায় ১৫ লাখ হিসাবে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীদের ২০ লাখ ৬১ হাজার ৪৭৫টি বিও হিসাব রয়েছে। এর মধ্যে পুরুষের ১৫ লাখ ৩২ হাজার ৫৪০টি, নারীদের ৫ লাখ ১৩ হাজার ৩৫৮টি এবং কোম্পানির বিও হিসাব রয়েছে ১৫ হাজার ৫৭৭টি।
এই বিও হিসাবের মধ্যে শেয়ার রয়েছে ১৪ লাখ ৯২ হাজার ৪০৭টিতে। বিও হিসাব খোলার পর এখন পর্যন্ত শেয়ার ক্রয় করা হয়নি ১ লাখ ২৯ হাজার ৪৫৯টি হিসাবে। আর শেয়ার শূন্য বিও অর্থাৎ বিও হিসাব থাকলেও ৪ লাখ ৩৯ হাজার ৬০৯ বিওধারীরা তাদের সব শেয়ার বিক্রি করে দিয়েছে।
বিজনেস আওয়ার/১৫ ফেব্রুয়ারি, ২০২২/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: