বিজনেস আওয়ার প্রতিবেদক : বর্তমানের আলোচনার কেন্দ্রবিন্দু চিত্রনায়িকা নিপুণ আক্তার। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২০২২ নিয়ে নানাভাবে বার বার উঠে আসছেন তিনি।এরই মধ্যে জানা যায়, গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) সম্প্রতি করোনার বুস্টার ডোজ নেওয়ার পর জ্বরে আক্রান্ত হয়েছেন । জানা গেছে, দুপুরে করোনার তৃতীয় ডোজ নেন নায়িকা। এরপর থেকেই তার শরীরের তাপমাত্রা বেড়ে যায়।
এ বিষয়ে নিপুণ নিজেই সোমবার গণমাধ্যমকে বলেন, বুস্টার নেওয়ার পর থেকে আমার অবস্থা খারাপ। প্রচণ্ড জ্বরে ভুগছি। বাঁ হাতে টিকা নিয়েছিলাম, সেই হাত পুরোটাই ব্যথা, নড়াচড়া করতে কষ্ট হচ্ছে। গরম পানির সেঁক দিয়েও কাজ হচ্ছে না। মনে হচ্ছে বাঁ হাত অবশ হয়ে আছে। সেই সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা তো আছেই। বমিও হয়েছে একবার।
আদালতের শুনানিকে সামনে রেখে এমন জ্বরে আক্রান্ত হওয়া নিয়েও দুশ্চিন্তা প্রকাশ করেন নিপুণ। তিনি বলেন, তিন দিন আগে বুস্টার ডোজ নেওয়ার কথা ছিল আমার। কিন্তু এটা যে এতো যন্ত্রণার হবে বুঝিনি।আগে জানলে আদালতের কাজ শেষ করেই টিকা নিতাম।
উল্লেখ্য,শুনানির দিন ফের পিছিয়ে আগামী ২২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন। সেই অর্থে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদটি কার, নিপুণ নাকি জায়েদ খানের? তা আজ পর্যন্ত অমীমাংসিতই রয়ে গেল।
বিজনেসে আওয়ার/১৫ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি