বিজনেস আওয়ার প্রতিবেদক : আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় এক সাংবাদ সম্মেলনের আয়োজন করেন চিত্রনায়িকা নিপুণ। সেখানে চেয়ারে বসার ব্যাখ্যা দিয়েছেন তিনি। নিপুণ বলেন, ‘আমি সাধারণ সম্পাদক, আমাকে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে। আমি দায়িত্ব চালিয়ে যাব। আমার আইনজীবী আমাকে বলেছে। ’
এর আগে ১০ ফেব্রুয়ারি অভিনেতা জায়েদ খান অভিযোগ করে বলেন, নায়িকা নিপুণ আদালতের আদেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারে বসেছেন। জায়েদ খান বলেন, ‘‘সাধারণ সম্পাদক পদে দায়িত্বে বসা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে ওই পদে ‘স্থিতাবস্থা’ দিয়েছেন আদালত। ১৩ তারিখ পর্যন্ত আদালত ‘স্থিতাবস্থা’ দিয়েছেন, তারা কি এর মানে জানে না?’’
অন্যদিকে সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলছেন ভিন্ন কথা। সাইমন বলেন, ‘অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। আসলে উচ্চ আদালত জায়েদ খান ভাইয়ের রিটের রায় স্থগিত করেছে। ফলে নিপুণ আপু সাধারণ সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন। ’
উল্লেখ্য,শুনানির দিন ফের পিছিয়ে আগামী ২২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন। সেই অর্থে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদটি কার, নিপুণ নাকি জায়েদ খানের? তা আজ পর্যন্ত অমীমাংসিতই রয়ে গেল।
বিজনেসে আওয়ার/১৫ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি